Weather Latest Update: তোলপাড় হবে আজ-কাল-পরশু, ভাসবে এইসব জেলা
Weather Update: তাই আপাতত বৃষ্টি যে উত্তরবঙ্গের জেলাগুলির পিছন ছাড়বে না এখনই বলাই যায়। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে আজ থেকে তিন দিন অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা। প্রবল বৃষ্টি হবে সোমবার পর্যন্ত।

কলকাতা: দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি কমবে আগেই জানিয়েছিলাম আপনাদের। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু এখনই স্বাভাবিক হবে না। আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণাবর্ত সরেছে উত্তরবঙ্গের দিকে। তাই আপাতত বৃষ্টি যে উত্তরবঙ্গের জেলাগুলির পিছন ছাড়বে না এখনই বলাই যায়। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে আজ থেকে তিন দিন অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা। প্রবল বৃষ্টি হবে সোমবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে বৃষ্টি একটু ধরলেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবেই।
আজ শনিবার সহ বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। উত্তরবঙ্গে আজ অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে
রবিবাররও কিন্তু একই ভাবে বৃষ্টি হবে এই জেলাগুলিতে। তবে মালদহে আবার উত্তর দিনাজপুরের মতো ১০০ মিলিমিটার বৃষ্টি হবে। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু-এক পশলা কোন কোন জেলাতে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে। সোমবার উত্তরবঙ্গের উপরের জেলাতে অতিবৃষ্টির সর্তকতা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।
