RG Kar: ‘নন্দীগ্রামের থেকেও খারাপ অবস্থা’, বললেন বুদ্ধদেব সরকারের আইনজীবী

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 19, 2024 | 3:20 PM

RG Kar Protest: ছিলেন জিপি অশোক বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্য সরকারের হয়ে একাধিক মামলা লড়েছেন। এদিন সংবাদমাধ্যমের প্রশ্ন তিনি বলেন, 'বিবেকের কাছে আমি দায়বদ্ধ। ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করতেই হবে। এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা নন্দীগ্রামের সময়ও লড়েছি।'

RG Kar: ‘নন্দীগ্রামের থেকেও খারাপ অবস্থা’, বললেন বুদ্ধদেব সরকারের আইনজীবী
আরজি কর-কাণ্ডে পথে আইনজীবীরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: গত কয়েকদিন ধরে বিচার চেয়ে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শহর থেকে মফঃস্বল সর্বত্র ছড়িয়েছে আন্দোলনের আঁচ। চিকিৎসক, নার্স থেকে অভিনেতা, নাট্যকর্মী অথবা সাধারণ মানুষ, সবার মুখে একটাই কথা, ‘উই ওয়ান্ট জাস্টিস’। আর এবার বিচারালয় থেকেই প্রতিবাদে পথে নামলেন আইনজীবীরা। আরজি কর-কাণ্ডে ‘তিলোত্তমা’ মৃত্যুর বিচারের দাবিতে মিছিল করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। সেই মিছিলের প্রথম সারিতেই দেখা গেল রাজ্যের একাধিক প্রাক্তন এজি-কে।

এদিন মিছিলে উপস্থিত ছিলেন বহু বর্ষীয়ান আইনজীবী। প্রথম সারিতেই ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন এজি অনিন্দ্য মিত্র, প্রাক্তন এজি জয়ন্ত মিত্র। ছিলেন আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি এজি পদ থেকে পদত্যাগ করেছেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

ছিলেন জিপি অশোক বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্য সরকারের হয়ে একাধিক মামলা লড়েছেন। এদিন সংবাদমাধ্যমের প্রশ্ন তিনি বলেন, ‘বিবেকের কাছে আমি দায়বদ্ধ। ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করতেই হবে। এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা নন্দীগ্রামের সময়ও লড়েছি।’ প্রাক্তন এজি অনিন্দ্য মিত্র বলেন, ‘নাগরিক সুরক্ষা সব মানুষের অধিকার। এই আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের জন্য নয়।’

মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী প্রতীক ধর। নন্দীগ্রাম আন্দোলনের সময় তৎকালীন বাম সরকারের আইনজীবী ছিলেন তিনি। এদিন আরজি কর-কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নন্দীগ্রামের থেকেও অনেক অনেক বেশি খারাপ। আমরা শকড। তার থেকেও বড় কথা হল, সঠিক তদন্ত হচ্ছে না। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

Next Article