‘নরম’ হচ্ছে কংগ্রেস, ‘সুরক্ষিত’ আসন ছাড়তে রাজি আব্বাসকে, প্রার্থী তালিকা কালকেই!

West Bengal Assembly Election 2021: দিনদুয়েক বুঝিয়ে-সুঝিয়ে সেই আসন থেকেও কিছুটা ত্যাগ স্বীকার করতে অধীরকে (Adhir Ranjan Chowdhury) রাজি করিয়ে ফেলেছেন বিমান-সূর্যরা। ফলে জোটের জট ফের একবার কাটতে পারে বলে দাবি করা করছেন সংযুক্ত মোর্চা নেতৃত্ব।

'নরম' হচ্ছে কংগ্রেস, 'সুরক্ষিত' আসন ছাড়তে রাজি আব্বাসকে, প্রার্থী তালিকা কালকেই!
ছবি-ফেসবুক
Follow Us:
| Updated on: Mar 05, 2021 | 1:33 AM

কলকাতা: জোটের জট কাটাতে এ বার ‘নরম’ হতে হচ্ছে কংগ্রেসকেও (Congress)। দিনদুয়েক আগেই বামেদের (Left) সঙ্গে হওয়া এক বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) জানিয়েছিলেন, ৯২ টি আসন ‘সুরক্ষিত’ করে ফেলেছেন তাঁরা। এরপর অতিরিক্ত আসন পাওয়া গেলে তবেই আইএসএফ (ISF)-কে কিছু ছাড়া হবে। তবে সূত্রের খবর, দিন দুয়েক বুঝিয়ে-সুঝিয়ে সেই আসন থেকেও কিছুটা ত্যাগ স্বীকারের জন্য অধীরকে রাজি করিয়ে ফেলেছেন বিমান-সূর্যরা। ফলে জোটের জট ফের একবার কাটতে পারে বলে দাবি করা করছেন সংযুক্ত মোর্চা নেতৃত্ব।

সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) ১৭০ টি আসনে লড়তে পারে বামফ্রন্ট। কংগ্রেসকে নিজের ‘সুরক্ষিত’ ভাগ থেকে ছাড়তে হতে পারে ৩-৪ টি আসন। ফলে ৮৮-৯০ টি আসন পেতে পারে কংগ্রেস। অন্যদিকে, আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট পেতে পারে ৩৬-৩৭ টি আসন। যদিও এই আসন বিন্যাস চূড়ান্ত নয়। আজ ফের এক বার আলিমুদ্দিনে বৈঠকে বসছে বাম-আইএসএফ নেতৃত্ব। সেখানেই সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মধ্যস্থতায় পছন্দমাফিক আসন (মালদা, মুর্শিদাবাদ) বেছে নেওয়ার জেদ ছেড়েছে আইএসএফ-ও। সেই কারণে জোটের জট কাটানোর বিষয় আশাবাদী তিন শিবির। সংযুক্ত মোর্চার দাবি, প্রথম দুই দফায় ভোট হতে চলা ৬০ আসনের হিসেব-নিকেশ কার্যত ‘ফাইনাল’ করে ফেলা হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকা থেকে এ বার বাদ পড়তে চলেছেন কোন কোন হেভিওয়েট? বাদ পড়তে পারেন মন্ত্রীও

প্রথম দুই দফার নির্বাচন আগামী ২৭ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে প্রায় ৪০-৪২ টি আসনে বামেরা, ১৩ টি আসনে কংগ্রেস এবং ৪-৫ টি আসনে আইএসএফ লড়বে বলে জানা যাচ্ছে। আলিমুদ্দিন সূত্রে খবর, আগামিকালই প্রথম দুই দফার ভোটের জন্য ত্রিপাক্ষিক প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হতে পারে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আটকে রয়েছে একটি জায়গাতেই। কংগ্রেসের হাইকমান্ড যতক্ষণ না সবুজ সংকেত দিচ্ছেন ততক্ষণ প্রদেশ নেতৃত্ব কোনও আসন রফার কথা ঘোষণা করতে পারছে না। ফলে অপেক্ষা এখন এআইসিসি-র সিলমোহরের।

আরও পড়ুন: ‘মমতার বিরুদ্ধে লড়তে তৈরি’, শুভেন্দু জানালেন শাহ-নাড্ডাকে