West Bengal Assembly Election 2021: একুশের লক্ষ্যে আঠাশের ‘ঐতিহাসিক’ ব্রিগেড

sreejayee das

| Edited By: সৌরভ পাল

Updated on: Mar 01, 2021 | 12:20 PM

স্বাধীন ভারতের ইতিহাসে বামেদের এই প্রথম ব্রিগেড (Brigade), যেখানে তাদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেবে কংগ্রেস

ভোটের বাংলায় বামেদের ব্রিগেড (Brigade)। হাইভোল্টেজ রবিবারে সকলের নজর সেদিকেই। আর এদিনের ব্রিগেডে চোখ তো থাকবেই। কারণ, স্বাধীন ভারতের ইতিহাসে বামেদের এই প্রথম ব্রিগেড, যেখানে তাদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেবে কংগ্রেস। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডজুড়ে লাল নিশানের পাশাপাশি ‘উড়বে’ হাত। থাকবে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টও।

 

Published on: Feb 28, 2021 11:53 AM