CPIM: বামেদের রুখতে ছিল ৯ ফুট উঁচু ব্যারিকেড, তার উপরেই উঠে ওড়ালেন লাল পতাকা, লালবাজার অভিযানে ধুন্ধুমার

Left Front Showing Protest: আজ লালবাজারে ঢোকার আগে আগেই ৯ ফুট উঁচু ব্যারিকেড লাগিয়ে দেয় পুলিশ। বাম কর্মীরা সেই ব্যারিকেডের উপরে উঠে পড়েন হাতে লাল পতাকা নিয়ে।ব্যারিকেডের উপরে প্ল্যাকার্ড লাগিয়ে দেন। চলতে থাকে স্লোগান।

CPIM: বামেদের রুখতে ছিল ৯ ফুট উঁচু ব্যারিকেড, তার উপরেই উঠে ওড়ালেন লাল পতাকা, লালবাজার অভিযানে ধুন্ধুমার
উড়ল পতাকাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Sep 09, 2024 | 5:30 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায় ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট

কলকাতা: সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে বামেদের লালবাজার অভিযান। তুমুল অশান্তি। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা বাম কর্মীদের। এ দিন, সিপির পদত্যাগ চেয়ে ধর্মতলায় লেলিন মূর্তি থেকে লালবাজার পর্যন্ত মিছিল করে সিপিএম। উপস্থিত ছিলেন বামেদের শীর্ষ নেতৃত্ব। মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, দীপ্সিতা ধর ও মীনাক্ষী মুখোপাধ্যায়রা।

আজ লালবাজারে ঢোকার আগে আগেই ৯ ফুট উঁচু ব্যারিকেড লাগিয়ে দেয় পুলিশ। বাম কর্মীরা সেই ব্যারিকেডের উপরে উঠে পড়েন হাতে লাল পতাকা নিয়ে।ব্যারিকেডের উপরে প্ল্যাকার্ড লাগিয়ে দেন। চলতে থাকে স্লোগান। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা। পুলিশি গার্ডরেল ভেঙে দেন। এমনকী, ব্যারিকেডের ফাঁক দিয়ে পুলিশের উদ্দেশ্যে বার্তা দিতে থাকেন। অন্যদিকে, প্রস্তুত পুলিশও। জলকামান, কাঁদানে গ্যাস নিয়ে তৈরি ছিল তাঁরা। এদিন, ব্যারিকেডের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ চোদ্দজন বাম কর্মীকে আটক করেছে। তাঁদের যতক্ষণ না ছাড়া হবে, ততক্ষণ পর্যন্ত বস্থান বিক্ষোভ চলবে। যদিও, কিছুক্ষণ পর পুলিশ তাদের ছেড়ে দেয়।

বাম নেতা মহম্মদ সেলিম বলেন, “উনি অপরাধীদের দমন করার বদলে তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারকে এই কারণেই রেখেছেন যাতে এখানে স্বর্গরাজ্য হয়।”