Shreyas Iyer: ১০ ছক্কা, ৫ চারে বিস্ফোরক সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের; রানের পাহাড়ে মুম্বই
Vijay Hazare Trophy 2024-25: টস জিতে মুম্বইকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান কর্নাটক ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। ১০ ছক্কা, ৫ চারের সুবাদে ১১৪ নট আউট মুম্বই ক্যাপ্টেন। তাঁর ব্যাটে ভর করে কর্নাটককে ৩৮৩ রানের টার্গেট দিয়েছে মুম্বই।
কলকাতা: মুম্বইকে রানের পাহাড়ে তুলে দিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) আজ যাত্রা শুরু মুম্বইয়ের। কর্নাটকের বিরুদ্ধে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলছেন শ্রেয়সরা। টস জিতে মুম্বইকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান কর্নাটক ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। ১০ ছক্কা, ৫ চারের সুবাদে ১১৪ নট আউট মুম্বই ক্যাপ্টেন। তাঁর ব্যাটে ভর করে কর্নাটককে ৩৮৩ রানের টার্গেট দিয়েছে মুম্বই।
চতুর্থ ওভারেই মুম্বই ওপেনার অঙ্গকৃশ রঘুবংশীকে (৬) ফেরান বিদ্যাধর পাটিল। এরপর আয়ুষ মাহত্রের সঙ্গে জুটি বাঁধেন উইকেটকিপার হার্দিত তোমারে। ৩০তম ওভারে আয়ুষকে ফেরান প্রবীন দুবে। ৮২ বলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন আয়ুষ। এরপর নামেন ক্যাপ্টেন শ্রেয়স। জুটি বাঁধেন হার্দিকের সঙ্গে। যে ছন্দে হার্দিক ছিলেন, সেঞ্চুরি পেয়ে যেতেন। কিন্তু শ্রেয়স গোপাল তাঁকে ফেরান ৮৪ রানে। ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ব্যাট চলেনি। ১৬ বলে ২০ রান করেন। অলরাউন্ডার শিবম দুবে ও ক্যাপ্টেন শ্রেয়স শেষ অবধি ক্রিজে থাকেন। ৫৫ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। শিবম নটআউট ৬৩ রানে। ৪ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলে মুম্বই।
এই খবরটিও পড়ুন
ঘরোয়া ক্রিকেটে শ্রেয়স আইয়ার ছন্দে রয়েছেন। আগামী বছরের শুরুতে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেখানে শ্রেয়স সুযোগ পেতে পারেন। আর তা যদি হয়, ভারতীয় টিমেরই লাভ হবে। এ বারের রঞ্জিতে শ্রেয়স ৯০.৪ গড়ে ৪৫২ রান করেছেন। কয়েকদিন আগে শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪৯.৩ গড়ে ৩৪৫ রান করেছেন শ্রেয়স। এ বার দেখার বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলো তাঁর কেমন কাটে।
Shreyas Iyer in 2024:
In Ranji – 452 runs, 90.4 ave, 88.8 SR. In SMAT – 345 runs, 49.3 ave, 188.5 SR. In VHT – 114*(55) in 1 innings.
Captain Shreyas Iyer is just phenomenal in this season – Great News for Indian cricket. 🇮🇳⭐ pic.twitter.com/YbilDR0Ia2
— Tanuj Singh (@ImTanujSingh) December 21, 2024