দানবাক্সে টাকার বদলে ভুল করে আইফোন! মন্দির বলল, ‘ফোনের মালিক এখন দেবতাই’

IPhone: মন্দিরে প্রণামী দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করতে গিয়ে হাত ফসকে দানবাক্সে পড়ে গিয়েছিল দামি আইফোন। মন্দির কর্তৃপক্ষের দ্বারস্থ হন যুবক। অনুরোধ করেন, একবার যেন দানবাক্স খোলা হয়, তার মোবাইল ভিতরে পড়ে গিয়েছে।

দানবাক্সে টাকার বদলে ভুল করে আইফোন! মন্দির বলল, 'ফোনের মালিক এখন দেবতাই'
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image & Pixabay
Follow Us:
| Updated on: Dec 21, 2024 | 12:48 PM

চেন্নাই: দেবতাকে আইফোন প্রণামী! সেই ফোন ফেরত পেতে আরেক কাণ্ড। মন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিল, প্রণামী বাক্সে একবার কিছু পড়লে, তা ঈশ্বরের হয়ে যায়। তা আর ফেরত পাওয়া যায় না। মন্দিরের দান বাক্স থেকে মোবাইল ফেরত পেতেই তুলকালাম কাণ্ড করলেন যুবক।

মন্দিরে প্রণামী দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করতে গিয়ে হাত ফসকে দানবাক্সে পড়ে গিয়েছিল দামি আইফোন। মন্দির কর্তৃপক্ষের দ্বারস্থ হন যুবক। অনুরোধ করেন, একবার যেন দানবাক্স খোলা হয়, তার মোবাইল ভিতরে পড়ে গিয়েছে। কিন্তু মন্দির কর্তৃপক্ষের সাফ কথা, একবার দানবাক্সে কিছু পড়লে, তা ঈশ্বরের সম্পত্তি হয়ে যায়। আর সেই জিনিস দাবি করা যায় না।

এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে। দীনেশ নামক এক যুবক গত মাসে তাঁর পরিবারের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন। দানবাক্সে টাকা দেওয়ার সময়ই তাঁর হাত থেকে আইফোন ফসকে বাক্সের ভিতরে পড়ে যায়। মোবাইল ফেরত চাইলে মন্দির কর্তৃপক্ষের তরফে তা দিতে অস্বীকার করে। বলা হয়, দুই মাসে একবার মাত্র হুণ্ডি (দানবাক্স) খোলা হয়। এখন বের করা যাবে না।

শুক্রবার মন্দিরের দানবাক্স খুলতেই, মোবাইল ফেরত পাওয়ার আশায় আবার হাজির হন। কিন্তু মন্দির কর্তৃপক্ষের এক কথা, মোবাইল এখন দেবতার হয়ে গিয়েছে। তাই মোবাইল ফেরত দেওয়া যাবে না। তবে যুবকের কাকুতি-মিনতিতে মন্দির কর্তৃপক্ষ জানায় যে যুবক চাইলে সিম কার্ড বের করে নিতে পারে মোবাইলের।