Robin Uthappa: বিশাল অঙ্কের টাকা নয়ছয়! ভারতের বিশ্বজয়ী ক্রিকেটারের নামে গ্রেফতারি পরোয়ানা
EPFO fraud: শনি-দুপুরে হঠাৎ করেই শিরোনামে টিম ইন্ডিয়ার এক বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়েই নাকি নয়ছয় করেছেন ওই ক্রিকেটার।
কলকাতা: শনি-দুপুরে হঠাৎ করেই শিরোনামে টিম ইন্ডিয়ার এক বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। দেশের যে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে, তিনি রবীন উথাপ্পা (Robin Uthappa)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়েই নাকি নয়ছয় করেছেন উথাপ্পা। বিশ্বজয়ী ভারতীয় তারকার বিরুদ্ধে অভিযোগ এমনটাই।
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি ব্যবসায় হাত পাকিয়েছেন। বেঙ্গালুরু সেঞ্চুরি লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি চালু করেছিলেন তিনি। সেখানে একাধিক কর্মী কাজ করেন। এ বার উথাপ্পার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের জন্য যে টাকা কাটা হয়, তা সঠিক জায়গায় জমা হয়নি। মোট ২৩ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এই খবরটিও পড়ুন
উথাপ্পার বিরুদ্ধে এই প্রভিডেন্ট ফান্ডের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করেন রিজিওনাল পিএফ কমিশনার II ও রিকোভারি অফিসার এস গোপাল রেড্ডি। একইসঙ্গে পিএফ অফিসের পক্ষ থেকে ইস্ট বেঙ্গালুরুর পুলকেশনগর থানাকেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর রবিন উথাপ্পার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রেফতারি পরোয়ানাতে যে ঠিকানা রয়েছে, সেখানে এক বছর ধরে থাকেন না উথাপ্পা। তিনি বর্তমানে দুবাইতে বসবাস করেন।
An arrest warrant has been issued against former Indian cricketer Robin Uthappa over provident fund (PF) fraud. He is accused of deducting ₹23 lakh from employees’ salaries and withholding their PF contributions while running Century Lifestyle Brand Private Limited pic.twitter.com/62uZnRSeWL
— IANS (@ians_india) December 21, 2024
আপাতত উত্থাপ্পার হাতে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। যদি তার মধ্যে তিনি তাঁর কোম্পানির কর্মীদের বকেয়া অর্থ জমা না করেন, তা হলে তাঁকে গ্রেফতার করা হবে।