Lemon Price: লেবু আর ‘পাতি’ নয়, ১ পিস কিনতেই পকেটে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2022 | 5:43 PM

Lemon Price: কোথাও আবার ২০ টাকায়। আবার এক পিস ছোট পাতি লেবুর দাম কোথাও ৫ থেকে ৮ টাকা।

Lemon Price: লেবু আর পাতি নয়, ১ পিস কিনতেই পকেটে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বাড়ছে লেবুর দাম (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা: গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করছেন মানুষ। এক টুকরো বৃষ্টির আশায় মুখিয়ে রয়েছেন বঙ্গের মানুষজন। শুরু হয়েছে তাপপ্রবাহ। কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি কোথাও ৪২ ডিগ্রি। গরম থেকে বাঁচতে এখন ভরসা ঠান্ডা পানীয়, নয়ত লেবু চিনির জল। কিন্তু এতেও বিপত্তি। এক পিস লেবু (Lemon) কিনতেও মধ্যবিত্তের পকেটে লাগছে ছ্যাঁকা। কোথাও একজোড়া বড় পাতি লেবু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। কোথাও আবার ২০ টাকায়। আবার এক পিস ছোট পাতি লেবুর দাম কোথাও ৫ থেকে ৮ টাকা। মাঝখানে সেই দাম ১০,১২, ১৪ পর্যন্ত উঠেছিল। পাতিলেবু এখন মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে।

এক বিক্রেতা জানালেন, “শুধু পাতিলেবুর দামটাই বেড়েছে। লেবু এখন ১০ টাকা পিস। আগে ছিল ৫টাকা কখনও বা ৩ টাকা। তাও লেবু কিনছেন সকলে।” জানা গিয়েছে, গরমের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে পাতিলেবুর দাম। গত কয়েকদিন ধরেই পাতি লেবু বাজারে বিকোচ্ছে চড়া দামে।

কোথায় কত পাতিলেবুর দাম
(গ্রাফিক্স: অভীক দেবনাথ)

রবীন্দ্র নাথ কোলে, টাস্ক ফোর্সের সদস্য জানান, “লেবুর দাম যেভাবে বেড়েছে তা একদম অস্বাভাবিক ব্যাপার। টাস্ক ফোর্স তৈরি হয়েছে তাও দশ-বারো বছর হয়ে গেল। এই প্রথমবার দেখছি এত দামে লেবু বিকচ্ছে। এর দুটো কারণ হতে পারে। প্রথমত, আমফানের ঝড়ে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত, পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির কারণেও হতে পারে। কারণ এই রাজ্যে সেই অর্থে লেবু উৎপন্ন হয় না। লেবু আসে মূলত কর্নাটক থেকে। এবার এক লরি লেবু আনতে খরচ পড়বে প্রায় ২ লক্ষ টাকা। তবে আমাদের এখানে আশা করছি জৈষ্ঠের শুরুতেই দাম আয়ত্তে চলে আসবে।”

অন্য এক দোকানদার জানালেন, “আগের থেকে খানিকটা হলেও লেবুর দাম কমেছে।এখন বাজারে সাতশো টাকা শ বিক্রি হচ্ছে। এক পিস লেবু বিক্রি হচ্ছে সাত টাকা কখনও পাঁচ টাকাতেও।”

শুধু কলকাতা নয়, জেলায়-জেলায় ছবিটা এইরকম। সব বাজারগুলিতেই চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। এবার দাম দিয়ে লেবু কিনলেও মনের মতো হচ্ছে কী? ক্রেতারা বলছেন, “লেবু কেনাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। পার পিস ১০ টাকা। আবার কিনলেও সেই লেবুর রস হচ্ছে না। গতবার এমন দাম ছিল না।” আর একজন বললেন,”কেউ-কেউ ২০ টাকা জোড়া লেবু চাইছে। ১০ টাকার নিচে লেবুই পাচ্ছি না।”

আরও পড়ুন: Bus Service: অফিস টাইমেই ‘উধাও’ সরকারি বাস! কলকাতার রাস্তায় বাসের সংখ্যা শুনলে ভিরমি খাবেন নিত্যযাত্রীরা

 

Next Article