AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire Crackers Factory: জেলা থেকে কোনও লাইসেন্স নয়, বাজি কারখানায় চলবে IB অভিযান: নবান্ন

Fire Crackers Factory: বৃহস্পতিবার নবান্নে ছিল জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক। বিভিন্ন প্রশাসনিক বিষয়েই আলোচনা হয়েছে এদিন।

Fire Crackers Factory: জেলা থেকে কোনও লাইসেন্স নয়, বাজি কারখানায় চলবে IB অভিযান: নবান্ন
বাজি নিয়ে নবান্নে নির্দেশ
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 11:59 AM
Share

কলকাতা: দত্তপুকুরের ঘটনায় ফের একবার তৎপর হল রাজ্য প্রশাসন। যদিও এই তৎপরতা নতুন নয়। এগরা বা বজবজে বিস্ফোরণের পরও বাজি কারখানার লাইসেন্স নিয়ে সতর্ক হওয়ার কথা বলেছিল নবান্ন। তারপরও দত্তপুকুরে যে ঘটনা ঘটল, তা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এবার জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হল, যাতে জেলা স্তর থেকে আর কোনও লাইসেন্স না দেওয়া হয়। বৃহস্পতিবারই এ বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে খবর।

সম্প্রতি গত রবিবার সকালে বারাসতের দত্তপুকুরে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে। থানার নীলগঞ্জ ফাঁড়ির এলাকায় কার্যত ধূলিস্যাৎ হয়ে যায় একটি দোতলা বাড়ি। একে একে ৯ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে সেই ধ্বংসস্তূপের তলা থেকে। আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ওই বাড়ির ভিতর বেআইনিভাবে বাজি তৈরি করা হত বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছেন বিরোধীরা।

বৃহস্পতিবার নবান্নে ছিল জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক। বিভিন্ন প্রশাসনিক বিষয়েই আলোচনা হয়েছে এদিন। নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের বলেছেন, যাতে আর কোনও বাজি কারখানাকে জেলাস্তর থেকে লাইসেন্স না দেওয়া হয়। পুলিশ সুপারদেরও এ ব্যাপারে সতর্ক করেছে নবান্ন। মুখ্যসচিবের নির্দেশ আগামী এক সপ্তাহের মধ্যে সব জেলায় বাজি বাজেয়াপ্ত করতে হবে। প্রয়োজনে ইটেলিজেন্স ব্যুরো বা আইবি-র নজরদারি বাড়িয়ে সব কারখানায় অভিযান চালাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় বারবার এভাবে বিস্ফোরণের ঘটনাই চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের শীর্ষকর্তাদের কপালে।