Bratya Basu Meeting LIVE: যোগ্য-অযোগ্যদের লিস্ট প্রকাশ করবে SSC, বৈঠকে বড় আশ্বাস শিক্ষামন্ত্রীর
Bratya Basu Meeting: চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত থাকছেন এসএসসি-র চেয়ারম্যান। উপস্থিত আন্দোলনকারীদের ১৩ জন প্রতিনিধি।

মুখ্যমন্ত্রীর পর এবার চাকরিহারাদের মুখোমুখি শিক্ষামন্ত্রী। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন ব্রাত্য বসু। এই বৈঠকে নিজেদের দাবি সামনে রাখবেন আন্দোলনকারীরা। প্রতিনিধিরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। পুরো বৈঠকের লাইভ স্ট্রিমিং চলছে।
LIVE NEWS & UPDATES
-
কসবার ঘটনা শুনে শিক্ষামন্ত্রী বলেছেন ‘ঠিক হয়নি’
বৈঠকের পর চাকরিহারাদের দাবি, কসবার ঘটনা শুনে মন্ত্রী বলেছেন ‘ঠিক হয়নি।’ চাকরিহারারা বলেন, ‘আমরা এখনও পর্যন্ত কোনও সরকারি সম্পত্তিতে হাত দিইনি।’ একইসঙ্গে বেতন নিয়েও মিলেছে আশ্বাস। বৈঠকে মন্ত্রী আশ্বস্ত করেছেন, বেতন পেতে কোনও অসুবিধা হবে না।
-
যোগ্য ও অযোগ্যদের লিস্ট প্রকাশ করবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী
যোগ্য ও অযোগ্যদের লিস্ট ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে এসএসসি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। তবে আইনি পরামর্শের পরই প্রকাশ করা হবে। তাঁদের দাবির অনেকটাই মেনে নেওয়া হয়েছে বলে জানালেন চাকরিহারারা। তাঁদের এক প্রতিনিধি বলেন, “আমাদের প্রত্যেকের কথা শোনা হয়েছে। প্রত্যেকে জোর গলায় সব জানিয়েছি।”
-
-
আড়াই ঘণ্টা পার, কী চলছে বৈঠকে
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চলছে এখনও। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও চাকরিহারাদের সঙ্গে কথা বলছেন ব্রাত্য বসু। সূত্রের খবর, সূত্রের খবর, পর্ষদের পথে হেঁটে এসএসসি-ও রিভিউ পিটিশনের কথাই বলেছে। অর্থাৎ শীর্ষ আদালতে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারে কমিশন। এছাড়াও জানা গিয়েছে, মিরর ইমেজ আপলোড নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কমিশন। এসএসসি জানিয়েছে, আইনি অনুমতি থাকলে মিরর ইমেজ প্রকাশ করা হবে।
এছাড়া, বেতন নিয়ে কোনও চিন্তা নেই বলেই আশ্বস্ত করেছেন ব্রাত্য বসু। আন্দোলন থেকে সরে এসে তিনি আলোচনার আর্জি জানিয়েছেন বলেও সূত্রের খবর।
-
চলছে বৈঠক, অপেক্ষায় চাকরিহারারা
আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার শিক্ষামন্ত্রী কী বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে আছেন চাকরিহারা। বিকাশ ভবনের ভিতরে চলছে বৈঠক। বাইরে অপেক্ষা করছেন হাজার হাজার চাকরিহারা। রাস্তাতেই বসে রয়েছেন তাঁরা।
-
পৌঁছলেন শিক্ষামন্ত্রী
বৈঠকে আগেই উপস্থিত হয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। এবার পৌঁছলেন শিক্ষামন্ত্রী। ১২ নয়, উপস্থিত আছেন চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি।
-
-
মিলল ১২ জনের প্রবেশের অনুমতি
প্রাথমিকভাবে চাকরিহারাদের ৮ প্রতিনিধিকে বৈঠকে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়। তবে চাকরিহারারা জানিয়ে দেন, ১২ জন প্রতিনিধিকে ঢুকতে না দিলে তাঁরা বৈঠক করবেন না। এরপর বাকি চারজনকেও অনুমতি দেওয়া হয়। সঙ্গে দাবিপত্র নিয়ে এসেছেন প্রতিনিধিরা। তাঁরা শিক্ষামন্ত্রীকে সেই দাবি পড়ে শোনাবেন।
Published On - Apr 11,2025 3:49 PM
