কলকাতা হাইকোর্টে বহাল থাকল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে অভিষেক ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে গেলেন কুন্তল ঘোষ। শুক্রবারই শুনানির আশ্বাস দেওয়া হয়েছে।
অভিষেকের মামলায় হাইকোর্টে রায় প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘কোর্টের রায় নিয়ে কিছু বলব না। তবে একটাই কথা বলব, কুন্তল ঘোষ অভিষেকের নাম বলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আর সারদা-কণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন যখন জেল থেকে বলেছিলেন, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাঁদের কেন তদন্তের আওতায় আনা হবে না?’ শান্তনু আরও বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো যাবে না। উনি শক্ত লোহার মতো, ভয় দেখালে লোহা আরও শক্ত হবে।’
এই মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মামলা ফেরানো হয় হাইকোর্টে। এবার হাইকোর্ট অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার পর অভিষেক ফের সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, অর্ডার কপির জন্য অপেক্ষা করছেন অভিষেক। হাতে পেলেই শীর্ষ আদালতে যাবেন তিনি।
অভিষেকের মামলায় কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পর কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন ‘গোদের উপর বিষফোঁড়া’।
গোদের উপর বিষফোঁড়া !!!
এতদিন শোনা যেত – বাপ নম্বরি তো বেটা দশ নম্বরি।
নতুন সংস্করণ:-
পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫ !
স্বভাব যেমন, তাই পাঁচ গুন বেশি দিস !— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 18, 2023