কলকাতা: লোকসভা ভোটের প্রথম দফার প্রচার এখন লাস্ট ল্যাপে। স্লগ ওভারে ঝড় তুলতে ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি। প্রথম দফার ভোটে বাংলার তিন আসনে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশনও। ভোটের মুখে কমিশনের পাখির চোখ কোচবিহার। প্রথম দফায় ভোট রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। কমিশন সূত্রে খবর, তিন লোকসভা আসনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কোচবিহারেই। ভোটগ্রহণ পর্বের দিন সেখানেই দুই বিশেষ পর্যবেক্ষক রাখছে নির্বাচন কমিশন।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ভোটের দু’দিন আগে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে থাকবেন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক। তারপর ভোটগ্রহণ পর্বের দিন কোচবিহারে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ওই দুই বিশেষ পর্যবেক্ষক। সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে লোকসভা ভোট কিংবা বিধানসভা নির্বাচনের সময় পর্যবেক্ষকরা ভোটের দিন দূর থেকেই অপারেশন চালাতেন। জানা যাচ্ছে, এই প্রথম ভোটগ্রহণ পর্বের দিন ওই জেলায় থাকতে চলেছেন কমিশনের পর্যবেক্ষকরা। এর আগে একুশের বিধানসভা ভোটের সময় তপ্ত হয়েছিল কোচবিহার। তারপর এবারও লোকসভা ভোটের আগে নিশীথ-উদয়ন দ্বৈরথ ঘিরে বার বার ঠোকাঠুকি লেগে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, এমন অবস্থায় এবার গ্রাউন্ড জিরোয় থেকে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা।