কলকাতা: লোকসভা ভোটের বাদ্যি বেজেই গিয়েছে। ভোটের দিনক্ষণ না ঘোষণা হলেও নির্বাচন কমিশন আনুষঙ্গিক বিষয়গুলিকে সামনে রেখে প্রস্তুতি শুরু দিয়েছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে। ৩ মার্চ তাদের আসার কথা। তার আগেই ১ মার্চ থেকে রাজ্যে ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আপাতত প্রথম দফায় ১০০ কোম্পানি, পরে আরও ৫০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। প্রত্যেক জেলাকেই সমান গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন।
এ রাজ্যের প্রতি জেলায় অন্ততপক্ষ পাঁচ কোম্পানি বাহিনী রাখার চেষ্টা করছে কমিশন। কিছু জেলায় পাঁচের কম বাহিনী থাকতে পারে। তবে মোটের উপর প্রথম ১০০ কোম্পানি বাহিনীকে এভাবেই দায়িত্ব দেওয়া হবে। পরে আরও ৫০ কোম্পানি বাহিনী আসবে। এই কেন্দ্রীয় বাহিনী মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই আসবে। জেলা পুলিশ সুপারের অধীনে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৫০ কোম্পানির মধ্যে সবথেকে বেশি বাহিনী থাকবে কলকাতায়। ১০ কোম্পানি বাহিনী রাখা হতে পারে এখানে। ৭ কোম্পানি করে বাহিনী থাকতে পারে পূর্ব মেদিনীপুর, মালদহে। এ রাজ্যে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল। সেখান থেকেই ধাপে ধাপে ১০০ ও পরে ৫০ কোম্পানি পাঠানো হচ্ছে।