কলকাতা: আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফায় এ রাজ্যে ভোট। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে এবার ভোট করাতে চাইছে কমিশন। লক্ষ্য একটাই, সুষ্ঠুভাবে প্রত্যেকে যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ইতিমধ্যেই ভোটাররা প্রশ্ন তুলছেন, প্রথম দফায় কি সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে?
কমিশন এ নিয়ে আশ্বাস দিয়েছে ঠিকই। তবে তারপরও সংশয় থাকছেই। কারণ, ১৯ তারিখ শুধু বাংলাতেই ভোট নয়। দেশের ২১ রাজ্যের প্রায় ১০২টি আসনে ভোট হবে। প্রশ্ন এখানেই। শুধু বাংলাতেই কি বিরাট বাহিনীর এসে পৌঁছনো সম্ভব?
একটি লোকসভা কেন্দ্র ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে। প্রথম দফা ভোটেই প্রায় ৩৫০ কোম্পানি বাহিনী দরকার। প্রতি বুথে বাহিনী দিলে ১টি বিধানসভার জন্য দরকার ১৬ কোম্পানি। ১৯ এপ্রিল প্রথম দফায় তিন কেন্দ্রে ভোট। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। প্রতি বুথেই যদি কেন্দ্রীয় বাহিনী দিতে হয়, সেক্ষেত্রে বাংলায় প্রায় সাড়ে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। এত বাহিনী কি আসা সম্ভব?
২০১৯ সালের লোকসভা ভোটে প্রথম দফার দু’টি কেন্দ্রের জন্য মাত্র ৮৪ কোম্পানি বাহিনী আসতে পারে। পরবর্তীকালে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হলেও প্রথম দফায় দেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে ৩৫০ কোম্পানি বাহিনী আদৌ আসবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। অর্থাৎ প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয় বলেই অনেকে মনে করছেন।