loksabha Election 2024: সপ্তম দফায় ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে নামছে কমিশন, ‘খেলা’ কিন্তু বেশ কঠিন

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

May 30, 2024 | 7:20 PM

loksabha Election 2024: সপ্তম দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকছে ৯৬৭ কোম্পানি। পুলিশ জেলার নিরিখে কলকাতায় থাকছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসতে ৮১ কোম্পানি, ব্যারাকপুরে ৮১ কোম্পানি, বারুইপুরে ১৬০ কোম্পানি, বসিরহাটে ১১৬ কোম্পানি, বিধাননগরে ৫৯ কোম্পানি, ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি, সুন্দরবনে ১১৪ কোম্পানি।

loksabha Election 2024: সপ্তম দফায় ব্রহ্মাস্ত্র নিয়ে নামছে কমিশন, খেলা কিন্তু বেশ কঠিন
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ১ জুন শেষ দফার ভোট। বাংলার ৯ লোকসভা কেন্দ্রে ভোট। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবারের ভোট। শেষ দফা ভোটে পাখির চোখ কমিশনের। নির্বিঘ্নে ভোট করতে শেষ দফায় ‘ফুল ফোর্স’ নিয়ে নামছে কমিশন। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে এই দফার ভোটে। শুধু লোকসভা ভোটই নয়, এদিন বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও। এই ভোটও যথেষ্ট হাইভোল্টেজ। শতবর্ষ পার করেছেন এমন হাজারেরও বেশি ভোটার রয়েছেন এই দফায়।

সপ্তম দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকছে ৯৬৭ কোম্পানি। পুলিশ জেলার নিরিখে কলকাতায় থাকছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসতে ৮১ কোম্পানি, ব্যারাকপুরে ৮১ কোম্পানি, বারুইপুরে ১৬০ কোম্পানি, বসিরহাটে ১১৬ কোম্পানি, বিধাননগরে ৫৯ কোম্পানি, ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি, সুন্দরবনে ১১৪ কোম্পানি।

সপ্তম দফায় এক ধাপে বেড়েছে কুইক রেসপন্স টিম বা কিউআরটি। ১ জুন থাকছে ১৯৫৮ কিউআরটি। সপ্তম দফায় কলকাতার ভোট রয়েছে। কলকাতায় থাকবে ৬০০ কিউআরটি। কমিশনের দাবি, এবার মাত্র ১৫ মিনিটে স্পটে পৌঁছে যাবে কিউআরটি।

Next Article