Partha Bhowmik: পার্থই এখন ব্যারাকপুরের ‘অর্জুন’, শিল্পাঞ্চলে নতুন মহাভারত লিখলেন ‘ইন্সপেক্টর করালি’

Jun 05, 2024 | 5:13 PM

Partha Bhowmik: ২০২১ সালে রাজ্য বিধানসভায় যখন সবুজ ঝড়, সেই সময় থেকেই অর্জুনের মন ঘোরা শুরু। আবারও ঘনিষ্ঠতা বাড়ে তৃণমূলের সঙ্গে, পুরনো দলে ফেরেনও। তবে ততদিনে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুরে শাসকদলের মুখ হয়ে গিয়েছেন। অর্জুন-পার্থ ব্যারাকপুরের কুরুক্ষেত্রে ততদিনে বিরোধী শিবিরে।

Partha Bhowmik: পার্থই এখন ব্যারাকপুরের অর্জুন, শিল্পাঞ্চলে নতুন মহাভারত লিখলেন ইন্সপেক্টর করালি
পার্থ ভৌমিক।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ব্যারাকপুরে নয়া মহাভারত লিখলেন পার্থ ভৌমিক। অর্জুন সিংকে হারিয়ে এবার তিনিই এই লোকসভা কেন্দ্রের সাংসদ। প্রায় ৬৪ হাজার ভোটে অর্জুনকে ধরাশায়ী করেন পার্থ। এক সময় বাম দুর্গ হিসাবে পরিচিত ছিল এই লোকসভা কেন্দ্র। পরে ২০০৯ সালে দীনেশ ত্রিবেদীর হাত ধরে ঘাসফুল ফোটে। ২০১৪-তেও দীনেশই তৃণমূল সাংসদ হন। সে সময় অর্জুন সিং ব্য়ারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা, ভাটপাড়ার ‘বাহুবলী’ তিনি। দীনেশ সাংসদ ছিলেন, তবে লোকে বলত অর্জুনের ব্যারাকপুর। অর্জুন খাতায় কলমে ব্যারাকপুরকে তাঁর করতেই ২০১৯ সালে বিজেপিতে যান। সেবারও দীনেশ ত্রিবেদী তৃণমূলের মুখ। তবে বাসনা পূরণ হয় অর্জুনের। ২০১৯ সালে সাংসদ হন অর্জুন সিংই।

২০২১ সালে রাজ্য বিধানসভায় যখন সবুজ ঝড়, সেই সময় থেকেই অর্জুনের মন ঘোরা শুরু। আবারও ঘনিষ্ঠতা বাড়ে তৃণমূলের সঙ্গে, পুরনো দলে ফেরেনও। তবে ততদিনে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুরে শাসকদলের মুখ হয়ে গিয়েছেন। অর্জুনের আরেক নাম পার্থ। তবে ব্যারাকপুরের কুরুক্ষেত্রে অর্জুন-পার্থ মোটে এক নন।

কত ভোট পেলেন পার্থ ভৌমিক?

৫২০২৩১ ভোট পেয়েছেন পার্থ ভৌমিক। অর্জুন সিংয়ের প্রাপ্ত ভোট ৪৫৫৭৯৩। অর্জুন সিংয়ের থেকে ৬৪৪৩৮ ভোট বেশি পান পার্থ।

রাজনীতিতে কীভাবে উত্থান?

ছাত্র রাজনীতি থেকেই পার্থ ভৌমিকের রাজনীতিতে হাতেখড়ি। এরপর যুব থেকে রাজ্যস্তরের নেতা হওয়া পার্থর। পরিবারের কেউ সে অর্থে রাজনীতির মানুষ নন। তবে পার্থ কিন্তু লেখাপড়া, থিয়েটারের পাশাপাশি রাজনীতিটাও ভালবেসে করে গিয়েছেন।

নৈহাটির বিধায়ক থেকে ক্রমেই রাজ্যনেতা

২০১৭ সালে মুকুল রায় বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে যোগ দেন অর্জুন সিংও। ব্যারাকপুর শিল্পাঞ্চল সে সময় কার্যত অভিভাবকহীন। ব্যারাকপুর, পলতা, জগদ্দল, শ্যামনগর, ভাটপাড়ায় সংগঠনের হাল ধরার একটা মুখ সে সময় দরকার ছিল। সেই ‘ক্রাইসিসি পিরিয়ডেই’ পার্থ ভৌমিকের এগিয়ে আসা। সুবোধ অধিকারী, সোমনাথ শ্যামদের নিয়ে ময়দানে নেমে অর্জুন সিংদের মোকাবিলা। ক্রমেই রাজ্য রাজনীতিতে মুখ হয়ে উঠতে শুরু করেন পার্থ।

একের পর এক দায়িত্ব পার্থর

২০২১ সালে ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয় পার্থ ভৌমিককে। নৈহাটিতে জেতার পর সেচমন্ত্রীও হন তিনি। সন্দেশখালি নিয়ে যখন রাজ্য উত্তাল, বারবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থকে সেখানে পাঠিয়েছেন। অনেকে বলেন, নরমে-গরমে পরিস্থিতি সামাল দিতে পার্থর নাকি দারুণ ক্ষমতা।

নেতা নন, পার্থ অভিনেতাও

রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। প্রথমবার যাচ্ছেন সংসদে। তবে রাজনীতিকের পাশাপাশি অভিনয়ও করেন তিনি। থিয়েটার করেন, রয়েছে তাঁর নাট্যদল। তাঁর পৃষ্ঠপোষকতায় নৈহাটিতে বিভিন্ন সময়ে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে। ২০২৩ সালে রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে ইন্সপেক্টর করালির ভূমিকায় তাঁর অভিনয় বেশ প্রশংসা পায়।

Next Article