Suvendu Adhikari: শুভেন্দুও কবি! সাত সকালে কাকে নিয়ে লিখলেন কবিতা

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Dec 01, 2023 | 1:55 PM

Suvendu Adhikari: গত সপ্তাহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, “আমাদের ৪টে বিধায়ক জেলে ভরেছে। আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি দলের পক্ষ থেকে ওদের ৮জনকে জেলে ভরব।” মমতার এই হুঁশিয়ারির পর নতুন করে রাজনৈতিক জলঘোলা তৈরি হয়েছে।

Suvendu Adhikari: শুভেন্দুও কবি! সাত সকালে কাকে নিয়ে লিখলেন কবিতা
শুভেন্দু অধিকারী।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কবিতা লিখলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি কবিতা লিখেছেন বিরোধী দলনেতা। সেই লেখার পরতে পরতে কটাক্ষ, খোঁচা। কবিতার শুরুতে শুভেন্দু লিখেছেন, ‘আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো; ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো।’ শুভেন্দুর কবিতায় উঠে এসেছে, শিল্পসম্মেলন প্রসঙ্গও। লিখেছেন, ‘শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প। শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসে না স্বল্প!’ স্বভাবতই শুভেন্দুর এই লেখার অক্ষরে অক্ষরে রাজনৈতিক বার্তা ফুটে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও তাঁকেই খোঁচা দিয়ে শুভেন্দুর এই কবিতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গত সপ্তাহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, “আমাদের ৪টে বিধায়ক জেলে ভরেছে। আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি দলের পক্ষ থেকে ওদের ৮জনকে জেলে ভরব।” মমতার এই হুঁশিয়ারির পর নতুন করে রাজনৈতিক জলঘোলা তৈরি হয়েছে। আইনি লড়াইয়ের পথে হাঁটার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। গত বুধে অমিত শাহের ধর্মতলা সভার পর আরও চড়েছে রাজনৈতিক পারদ।

শাহি সভার পরই নতুন করে নড়েচড়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধায়ক থেকে কাউন্সিলর, শাসক দলের একাধিক নেতাদের বাড়িতে হানা দেয় সিবিআই। বিধায়কের বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর। এরপরই শুভেন্দুর কবিতায় লিখলেন রয়েছে, ‘রয়েছে, ‘চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা দল, আমি ক্ষমতায় মত্ত।’ উল্লেখ্য কবিতার শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার লাইন ধার করে শুভেন্দুর কটাক্ষ, ‘যদি ভাঙে মানুষের ধৈর্যের বাঁধ, গণতন্ত্রের বেত মারবে সপাং … এপাং ওপাং ঝপাং!

Next Article