Suvendu Adhikari-Abhishek Banerjee: অভিষেকের ভাতাপ্রদান নিয়ে প্রশ্ন শুভেন্দুর, জবাব দিল তৃণমূল

Suvendu Adhikari: এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী এ সংক্রান্ত একটি পোস্ট করেন। এরপরই শুরু হয় হইচই। যদিও এ নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। কুণাল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভাল কাজ করছে, কেন্দ্র চাইছে টাকা বন্ধ করে দিতে। সেই টাকা ব্লক করতে গেলে তো বাংলার মানুষের পেটে লাথি পড়ছে। ওরা ভাবছে না সেটাও।

Suvendu Adhikari-Abhishek Banerjee: অভিষেকের ভাতাপ্রদান নিয়ে প্রশ্ন শুভেন্দুর, জবাব দিল তৃণমূল
শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 1:25 PM

কলকাতা: ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দিয়েছেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এই ভাতা প্রদান করেন অভিষেক। সোমবারই এ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভাতার অর্থের উৎস নিয়ে ইডিকে ট্যাগ করে পোস্ট করেন বিরোধী দলনেতা। একইসঙ্গে চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করেন আয়কর দফতরের।

এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী এ সংক্রান্ত একটি পোস্ট করেন। এরপরই শুরু হয় হইচই। যদিও এ নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। কুণাল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভাল কাজ করছে, কেন্দ্র চাইছে টাকা বন্ধ করে দিতে। সেই টাকা ব্লক করতে গেলে তো বাংলার মানুষের পেটে লাথি পড়ছে। ওরা ভাবছে না সেটাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। অথচ কুৎসা করে যাচ্ছে।”

কুণালের দাবি, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কাজ মডেল। কুণাল বলেন, “তাতে পাল্লা দিতে না পেরেই শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা কুৎসা কররা চেষ্টা করছেন।” অরূপ বিশ্বাস বলেন, যতই শুভেন্দু অধিকারীরা অপপ্রচার করুন, অভিষেকের কেন্দ্র মডেল হিসাবে গোটা বাংলার সামনে উঠে আসবে। বাংলাকে এগিয়ে নিয়ে যাবে।