Weather Change in Bengal: আর মাত্র তিনটে দিন, ফের হাওয়া বদল বাংলায়
Weather of Bengal: ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উপকূলের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।

কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সেই নিম্নচাপ এদিনই এদিনই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। আবহাওয়া দফতর বলছে ধীরে ধীরে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। তারপর তা ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আরও পুরো ব্যাপারটাই ঘটবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ, পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। তারপর তা আস্তে আস্তে তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকাকে টার্গেট করে এগিয়ে যাবে।
তবে ভাইফোঁটা পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে সকালের দিকে সামান্য কুয়াশা-ধোঁয়াশার দেখা মিলতে পারে। বেশি দেখা যাবে পার্বত্য এলাকাতে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে একই ছবি দেখা যেতে পারে। বাকি সব জেলাতেই মোটের উপর ঝলমলে আকাশেরই দেখা মিলবে। তবে সপ্তাহের শেষ থেকে ধীরে ধীরে হাওয়া বদল দেখা যাবে বাংলায়। নির্দিষ্ট করে বললে ২৪ অক্টোবর থেকেই তা প্রত্যক্ষ করা যাবে।
ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উপকূলের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৫ অক্টোবর শনিবার থেকে বৃষ্টি পরিমাণ আরও কিছুটা বেড়ে যেতে পারে। শনিবার, রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে সব জেলাতেই। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। সোমবার উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে ৮ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতে।
