কলকাতা: রাস্তায় গাড়ির একটু ঠোকাঠুকি লাগলে ঝগড়া করেন? কিংবা গাড়ি ঠিকমতো দেখভাল করছেন না? গাড়ির যন্ত্রাংশ ঠিক মতো নজরে রাখছে না? তাহলেই এবার বিপদ। কারণ ট্রাফিক নিয়ে আরও কড়া কলকাতা পুলিশ। এবার রক্ষণাবেক্ষণের অভাবে যদি গাড়ি খারাপ হয়, আর সেই গাড়ি যদি ভুলক্রমে মা উড়ালপুলে বন্ধ হয়ে যায়, তাহলেই গুনতে হবে মোটা টাকা। ফাইন করবে পুলিশ। অর্থাৎ খুব প্রয়োজন ছাড়া কোনও ভাবেই ফ্ল্যাইওভারে গাড়ি দাঁড় করানো যাবে না।
এ দিন কলকাতা পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে তারা জানিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে মা উড়ালপুলে গাড়ি খারাপ হয়। কিংবা ছোটখাটো দুর্ঘটনায় উড়ালপুলে গাড়ি থামিয়ে ঝগড়া করলে তা আর মানা হবে না। গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মা উড়ালপুলে যানজট কমাতে এই নয়া উদ্যোগ কলকাতা ট্র্যাফিক পুলিশের।
— Kolkata Traffic Police (@KPTrafficDept) August 3, 2024
প্রসঙ্গত, উড়ালপুলে গাড়ির চাপ থাকে বরাবর। বিশেষ করে অফিস টাইমে। হামেশাই দেখা যায় রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করার জেরে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় গাড়ি। যার জেরে লম্বা লাইন পড়ে যায় উড়ালপুলে। বিপাকে পড়েন সাধারণ মানুষ। আবার অনেক সময় রাস্তাতেও সামান্য কারণে ঝগড়া করে জটলা পাকে। এতেও স্বাভাবিক যান চলাচল ক্ষতিগ্রস্ত হয়। কার্যত এজেসি বোস রোড, মা ফ্লাইওভারের জ্যাম নিয়ে তিতিবিরক্ত পুলিশ। তাই আরও কড়া তারা। উড়ালপুলে গাড়ি দাঁড় করালেই এবার ফাইন করা হবে।