R. G. Kar Medical College and Hospital: হঠাৎ RG Kar-এর আউটডোরের সামনে তুমুল চিৎকার, হইহই কাণ্ড, কী হল আবার?

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 03, 2024 | 8:58 PM

R. G. Kar Medical College and Hospital: হাসপাতাল সূত্রে খবর, এ দিন সকালে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে আউটডোরে পড়ে থাকতে দেখেন প্রথমে সেখানে আসা রোগীর বাড়ির লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তির পায়ে ইনফেকশন ছিল। যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁর পাশ থেকে স্ক্র্যাচ উদ্ধার করেছে পুলিশ।

R. G. Kar Medical College and Hospital: হঠাৎ RG Kar-এর আউটডোরের সামনে তুমুল চিৎকার, হইহই কাণ্ড, কী হল আবার?
আরজি কর হাসপাতাল
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সকাল তখন ন’টা কী সাড়ে ন’টা হবে। হঠাৎ আরজিকর মেডিক্যাল কলেজে হুলস্থুল কাণ্ড। কার্যত হইহই পড়ে গেল। আউটডোরের সামনে পড়ে রয়েছে এক ব্যক্তি। তাঁর সঙ্গে আদৌ কেউ আছে কি না জানার আগেই খবর চলে গেল পুলিশে। দ্রুত পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তিকে উদ্ধার করে এমারজেন্সিতে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে খবর, এ দিন সকালে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে আউটডোরে পড়ে থাকতে দেখেন প্রথমে সেখানে আসা রোগীর বাড়ির লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তির পায়ে ইনফেকশন ছিল। যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁর পাশ থেকে স্ক্র্যাচ উদ্ধার করেছে পুলিশ।

তবে পুলিশি তদন্তে প্রাথমিক অনুমান, ওই ব্যক্তির সঙ্গে কেউ ছিল না। ফলত, তাঁর পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। ব্যক্তির নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। তবে ওই ব্যক্তির মৃত্যু কীভাবে? কী করেই বা তিনি হাসপাতালে এলেন? সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

Next Article