কলকাতা: এবার কাতারে মদন (Madan Mitra)। যাচ্ছেন খেলা দেখতে। খেলা হবে স্লোগানে একুশের বিধানসভা ভোটে ‘বাংলার মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছিল বঙ্গবাসী। সেই ভোটে জেতা মদন এবার খেলা দেখতে কাতার (Qatar Football World Cup) যাচ্ছেন। সূত্রের খবর, দু দফায় যাবেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী (Sports Minister)। প্রথমে যাবেন নভেম্বরের তৃতীয় সপ্তাহে। ফিরে আসবেন কিছুদিন পর। এরপর ফের যাবেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে। সেই সময় বিশ্ব ফুটবলের (Football World Cup 2022) ফাইনাল দেখে ফেরার কথা রয়েছে মদনের।
কাতার বঙ্গীয় পরিষদের আমন্ত্রণেই বিশ্বকাপ দেখতে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, রাজনীতিক বা বিধায়ক হিসেবে ডাক পাননি তিনি। কামারাহাটির বিধায়ক ডাক পেয়েছেন সামাজিক কাজের ক্ষেত্রে অবদান। এদিকে তাৎপর্যপূর্ণভাবে ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তার মাত্র দুদিন পর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। অন্যদিকে বিধানসভার অধিবেশন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে।
প্রথম দফার খেলা দেখে মদনের যখন ফেরার কথা তখন অধিবেশন কার্যত শেষলগ্নে। এদিকে কাতার যাওয়ার কথা অনেক নাকি ঠিক করে ফেলেছিলেন কামারহাটির বিধায়ক। তাই বাতিলের আপাতত কোনও প্রশ্ন নেই। এদিকে বিধানসভার প্রতিটা অধিবেশনে দলের সমস্ত বিধায়কের উপস্থিতি সুনিশ্চিত করতে আগে থেকেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এমনকী কোনও বিধায়ক যদি অধিবেশনে যোগ দিতে না পারেন তাহলে তা জানাতে হয় দলের মুখ্য সচেতন নির্মল ঘোষকে। যদিও তারপরেও মদনের কাতার গমন কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তিনি যে বরাবরই উল্টোস্রোতের মানুষ তা এর আগে একাধিকবার প্রমাণ দিয়েছেন ‘কালারফুল’ মদন। তাই এবারে যে মন কাতারে রেখে বাংলার অধিবেশনে যে তিনি যোগ দিচ্ছেন না তা একপ্রকার স্পষ্ট।