Idris attacks Dilip: ‘হাত-পা ভেঙে দেওয়া হবে’, ‘গাড়ি চাপার’ হুঁশিয়ারিতে দিলীপকে পাল্টা ‘সতর্কবার্তা’ ইদ্রিসের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 09, 2022 | 8:19 PM

Idris attacks Dilip: ইদ্রিসের গলাতেও শোনা গেল হুশিয়ারির সুর। দিলীপ যে ভাষায় কথা বলছেন তাতে বিজেপি এমনকী খোদ প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত বলেও তাঁর ইদ্রিসের।

Idris attacks Dilip: ‘হাত-পা ভেঙে দেওয়া হবে’, ‘গাড়ি চাপার’ হুঁশিয়ারিতে দিলীপকে পাল্টা ‘সতর্কবার্তা’ ইদ্রিসের

Follow Us

ভগবানগোলা: কিছুদিন আগেই বেলদায় দিলীপ ঘোষের উদ্দেশে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন তৃণমূল সমর্থকদের একাংশ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সাফ জবাব ছিল ‘যাঁরা গাড়ি আটকাতে আসবেন, তাঁরা যেন জীবনবীমা করিয়ে আসেন’। আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি আরও বলেন, “ভাই এটা আমাদের জায়গা। লোক ভোট দিয়ে জিতিয়েছে। কেউ এসে আমাকে গো ব্যাক বলবে… খুব সাবধান। কাউকে ছেড়ে কথা বলব না। বাপের জমিদারি নয়। তাদের কিছু আজ আটকানোর চেষ্টা করেছিল। আমি আজ বলে যাচ্ছি, খবরদার আর কোনওদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে যাবে, বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে।” এ প্রসঙ্গে এবার কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। 

ইদ্রিসের গলাতেও শোনা গেল হুশিয়ারির সুর। ইদ্রিসের ‘সাবধানবাণী’, এখনই সতর্ক না হলে দিলীপের হাত পা ভেঙে দেওয়া হবে। এমনকী দিলীপ যে ভাষায় কথা বলছেন তাতে বিজেপি এমনকী খোদ প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত বলেও তাঁর মত। 

দিলীপের বিরুদ্ধে রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে ইদ্রিস বলেন, “দিলীপ ঘোষ একের পর এক যেভাবে অসভ্য-বর্বরের মতো কথা বলে চলেছেন তাতে উচিত বিজেপি, বা বিশেষ করে প্রধানমন্ত্রীর কোনও স্টেপ নেওয়া। কখনও বলছেন গাড়ি চাপা দিয়ে দেব, কখনও বলছেন তৃণমূল কর্মীদের বুকে পা তুলে দেব। জানোয়ারের মতো কথাবার্তা।” এরপরই চরম হুঁশিয়ারির সুরে ইদ্রিস বলেন, “পা ভেঙে দেওয়া হবে। যেভাবে উনি বাড়াবাড়ি করছেন তাতে যদি সাবধান না হল তাহলে আজ না হয় কাল ওনার হাত-পা ভেঙে দেবে। এটা পশ্চিমবঙ্গ। উনি কোথাকার মানুষ জানি না। এর আগে উনি কতদিন রাজনীতি করছেন তাও আমরা জানি না।” 

Next Article