মুর্শিদাবাদ : বিজেপি নেতার ওপর হামলার ঘটনা উত্তপ্ত মুর্শিদাবাদ। দলের সাংগঠনিক বৈঠক চলাকালীন একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। তাঁদের দাবি, এই ঘটনার সময় বারবার থানায় ফোন করা হলেও, পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির। তবে এই ঘটনার দায় অস্বীকার করে তৃণমূল জানিয়েছে, এটা বিজেপির দলের ভিতরের ব্য়াপার। এদিকে এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে বসে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির তরফে।
এদিন একটি বৈঠকে বিজেপির উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন। সেখানেই হামলা হয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্ৰাম বিধানসভা এলাকার কনভেনারের বাড়িতে চলছিল সেই বৈঠক। বিজেপির ১০-১২ জন নেতা উপস্থিত ছিলেন সেখানে। আচমকাই মদ্যপ অবস্থায় কয়েকজন গিয়ে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। ক্রমে ১০-১২ জন জড় হয় বাড়ির বাইরে।
ঘটনায় ১০ জনের বেশি আহত হন। জেলা সভাপতির অভিযোগ, বারবার পুলিশকে ফোন করা হলেও পুলিশ পৌঁছয় নি। ধনঞ্জয় ঘোষ জানান, তিনি একাধিকবার ওসি-কে ফোন করেছিলেন। ওসি তাঁকে বাহিনী পাঠানোর কথা বললেও কোনও পুলিশ আসেনি ঘটনাস্থলে।
হাতে লাঠি, ইঁট, বাঁশ নিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতারা জানিয়েছেন, ওই সব দুষ্কৃতীরা বলছিলেন, তৃণমূল ছাড়া অন্য কোনও দল মিটিং করতে পারবে না। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে গেরুয়া শিবির। ওসি-র নেতৃত্বে তাণ্ডব চলেছে বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ।
এই প্রসঙ্গে তৃণমূল নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। শুনলাম, এবার খোঁজ খবর নেব। তাঁর আরও দাবি, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। এই ভাবে বিজেপি প্রচার পেতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন বনগ্রাম এলাকায় বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।