AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra on Soham: ‘সোহম বোকা, ইনটেলিজেন্ট নয়’ বললেন মদন, বোঝালেন দেবের ‘সমস্যা’ও

Madan Mitra on Dev: মদনের বক্তব্য, সোহম যাই করে থাকুক না কেন, তারপর তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তারপরও বারবার কাউকে 'খারাপ খারাপ' বলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সোহম আসলে ফাঁদে পা দিয়ে দিয়েছেন।

Madan Mitra on Soham: 'সোহম বোকা, ইনটেলিজেন্ট নয়' বললেন মদন, বোঝালেন দেবের 'সমস্যা'ও
সোহমকে নিয়ে মন্তব্য মদনেরImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 11, 2024 | 7:44 PM
Share

কলকাতা: রেস্তোরাঁয় মারধরের ঘটনার পর থেকেই চর্চায় রয়েছেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। রাগের মাথায় মারধর করেছেন বলে স্বীকারও করে নিয়েছেন সোহম। আর সেই ঘটনা প্রকাশ্যে আসার পর একদিকে, বিরোধীরা সোহমের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আনতে শুরু করেছেন, অন্যদিকে, দলের অন্দরেও হয়েছে সমালোচনা। এমনকী তৃতীয়বার সাংসদ হওয়া দেবও জানিয়েছেন, সোহমের এই ব্যবহার সমর্থন করতে পারছেন না তিনি। এবার সেই সোহমের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।

মদনের বক্তব্য, সোহম যাই করে থাকুক না কেন, তারপর তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তারপরও বারবার কাউকে ‘খারাপ খারাপ’ বলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সোহম আসলে ফাঁদে পা দিয়ে দিয়েছেন। আপাতত তাঁর ভাল কাজ করে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। TV9 বাংলার মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “সোহম ভাল ছেলে, কিন্তু বোকা, ইনটেলিজেন্ট নয়। ইনটেলিজেন্ট হলে এভাবে ফাঁদে পা দিত না।” সোহমকে মদনের পরামর্শ, ও ভাল কাজে থাকুক, খারাপ কাজ ছেড়ে দিক। ওকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় ভালবাসেন।

তবে দেব যে সোহমকে সমর্থন না করার কথা বলেছেন, তা পছন্দ হয়নি মদন মিত্রের। তিনি মনে করেন, দেবের মাথায় এখন বাংলা ছবির ইন্ডাস্ট্রির অনেক কাজ। মদন মিত্র বলেন,  “দেবকে নিজের প্রোডাকশন শুরু করতে হয়েছে। এই সব ছোট বিষয়ে মাথা গলোনা ওর উচিত নয়। সমস্যা হল দেব তো সেলিব্রিটি পলিটিশিয়ান। দেব সুপার হিরো। ও সিনেমা নিয়ে থাকুক। রাজনীতি দেখার জন্য লোক আছে।”