কলকাতা: মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শেষ হয়েছে সদ্য। এবার ফল প্রকাশের অপেক্ষা। তার আগে শিক্ষক শিক্ষিকাদের উত্তরপত্র বিলি করার প্রক্রিয়া শুরু হচ্ছে। কোন কোন দিন খাতা সংগ্রহ করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা, তা জানিয়ে দেওয়া হল মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। মার্চ মাসেই পরপর চারদিন উত্তরপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১০, ১১, ১৩, ১৫, ১৯ ও মার্চ দেওয়া হবে উত্তরপত্র। খাতা আনতে যাওয়ার জন্য স্কুল ছুটিও নিতে পারবেন তাঁরা।
উল্লেখযোগ্যভাবে ১০ মার্চ দিনটিকেই বেছে নেওয়া হয়েছে প্রথম দিন হিসেবে। আর ওই দিনই রাজ্য জুড়ে সরকারি দফতরগুলিতে বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকেও এ বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে। এর আগে মাধ্যমিকের খাতা হারানোর অভিযোগ সামনে এসেছিল। তাই সাবধানে উত্তরপত্র নিয়ে যেতে বলা হয়েছে পর্ষদের তরফে।
২০২০ সালে উত্তরবঙ্গে খাতা হারানোর ঘটনা ঘটেছিল। এক শিক্ষক খাতা নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিল সেগুলি। তুফানগঞ্জের সেই ঘটনায় অবশ্য পরে খাতাগুলিল উদ্ধার হয়েছিল। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে দিকে নজর রাখছে পুলিশ।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গত বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। সেই তুলনায় এই বছর অনেকটাই কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। যদিও এর কারণ হিসেবে কোভিড পরিস্থিতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে। কারণ, মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন হয়েছিল প্রায় ৯ লক্ষ এবং পরীক্ষা দেয় প্রায় ৭ লক্ষ পড়ুয়া।