Cheating in Madhyamik: শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষাতেই জালিয়াতি! ধরা পড়তেই বাজেয়াপ্ত মাধ্যমিকের অ্যাডমিট

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Feb 02, 2024 | 5:34 PM

Madhyamik Exam: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেখানেও নিজের অ্যাডমিট কার্ড দিয়ে অন্য কাউকে পরীক্ষা দিতে পাঠানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, সেখানেও কি জালিয়াতি করার চেষ্টা? বিষয়টি সামনে আসতেই এই প্রশ্নও উঠতে শুরু করেছে।

Cheating in Madhyamik: শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষাতেই জালিয়াতি! ধরা পড়তেই বাজেয়াপ্ত মাধ্যমিকের অ্যাডমিট
পরীক্ষার্থীদের ভিড় (প্রতীকী ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সাধারণত কোনও চাকরি-বাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের কাণ্ড দেখা যায়। এক জনের অ্যাডমিট কার্ড নিয়ে অন্য কেউ পরীক্ষা দিতে আসে। সম্প্রতি কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাতে এমন গুচ্ছ গুচ্ছ ছবি ধরা পড়েছিল। এবার মাধ্যমিক পরীক্ষাতেও সেই একই কীর্তি! স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেখানেও নিজের অ্যাডমিট কার্ড দিয়ে অন্য কাউকে পরীক্ষা দিতে পাঠানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, সেখানেও কি জালিয়াতি করার চেষ্টা? বিষয়টি সামনে আসতেই এই প্রশ্নও উঠতে শুরু করেছে।

শুক্রবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ছিল প্রথম ভাষার পরীক্ষা। মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনই এমন বিচ্ছিরি এক অভিযোগ উঠে আসছে ব্যারাকপুর থেকে। বিকেলে মধ্য শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ব্যারাকপুরের একটি স্কুলে এক দাদা, যে মাধ্যমিক পরীক্ষার্থী, সে নিজের অ্যাডমিট কার্ড দিয়ে ভাইকে পাঠিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। বিষয়টি ধরা পড়তেই ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করে জেনারেল ডায়েরি করা হয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এদিন মাধ্যমিকের প্রথম পরীক্ষার পর সাংবাদিক বৈঠকে মধ্য শিক্ষা পর্ষদের তরফে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আজ রাজ্যের তিন জেলায় তিনটি পরীক্ষাকেন্দ্র থেকে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মালদা – এই তিন জায়গায় তিনটি পরীক্ষাকেন্দ্র থেকে তিনটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ করা প্রয়োজন, আজ মাধ্যমিক পরীক্ষা শুরুর কিছু সময়ের মধ্যেই প্রথম ভাষার (বাংলা) প্রশ্ন বাইরে বেরিয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। সেই ঘটনাতেও দু’জন ছাত্রকে চিহ্নিত করে, তাদের এ বছরের জন্য মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

Next Article