Madhyamik 2024: মাধ্যমিকে পরীক্ষার হলে একদম ট্যাঁ-ফু নয়! কড়া নির্দেশিকা পর্ষদের

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Dec 29, 2023 | 6:28 PM

Madhyamik Exam: প্রত্যেক পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা চালু থাকবে সিসিটিভি ক্যামেরা। গোটা ৯ ঘণ্টার টানা সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রাখা হবে মাধ্যমিকের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত। সেই মতো প্রত্যেক ভেন্যু সুপারভাইজারের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ।

Madhyamik 2024: মাধ্যমিকে পরীক্ষার হলে একদম ট্যাঁ-ফু নয়! কড়া নির্দেশিকা পর্ষদের
মাধ্যমিকে সিসিটিভি নজরদারি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মাধ্যমিকের পরীক্ষার হলের মধ্যে কে কী করছে? সব কিছু থাকবে নজরবন্দি। মাধ্যমিক পরীক্ষা ঘিরে এবার আরও বেশি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। এবার প্রতিটি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ভিতরে বসানো থাকবে সিসিটিভি ক্যামেরা। প্রত্যেক পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা চালু থাকবে সিসিটিভি ক্যামেরা। গোটা ৯ ঘণ্টার টানা সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রাখা হবে মাধ্যমিকের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত। সেই মতো প্রত্যেক ভেন্যু সুপারভাইজারের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পড়ুয়াদের শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। সেই পরীক্ষায় যাতে কোনওরকম বিঘ্ন বা সমস্যা না হয়, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত, মাধ্যমিকের পরীক্ষার হলে নজরদারি রাখার জন্য গত বছর থেকেই পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। তবে গতবছর সব পরীক্ষাকেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় রাখা সম্ভব হয়নি বলেই সূত্রের খবর। এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে আগেভাগে সব পরীক্ষাকেন্দ্রগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা করে রাখার নির্দেশ দিয়ে রাখল।

ভেন্যু সুপারভাইজারদের পাঠানো চিঠিতে পর্ষদ সাফ জানিয়ে দিয়েছে, প্রত্যেক পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেন অবশ্যই টানা সিসিটিভি ক্যামেরা চালু করা থাকে। সিসিটিভি ক্যামেরার সিস্টেমে যাতে পর্যাপ্ত স্টোরেজ থাকে, সেটাও দেখে নেওয়ার জন্য বলা হয়েছে। কারণ, রেজাল্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত ওই ফুটেজ সংরক্ষিত রাখতে হবে। ডেটা নষ্ট হওয়া কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। পর্ষদের পাঠানো চিঠিতে তাই, সিসিটিভি ফুটেজ স্টোর করার জন্য একটি ব্যাক আপের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

Next Article