NIA Vacancy: এনআইএ-র ৫৪১টি পদে কর্মী নেই, কেন্দ্রের কাছে উত্তর পেলেন মালা রায়
NIA Vacancy: NIA-র হাতে বর্তমানে কতগুলি তদন্ত চলছে এবং কতগুলির বিচার হয়ে গিয়েছে, এই সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।

কলকাতা: কর্মী সঙ্কটে ভুগছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। এমনই অভিযোগ সামনে আনলেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। এনআইএ-তে বর্তমানে খালি পদের সংখ্যা কত, তা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন লোকসভায়। তার উত্তর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এই উত্তর পাওয়ার পর মালা রায় বলেন, ‘কেন্দ্রীয় সরকারের উচিত এ ব্যাপারে গুরুত্ব দেওয়া।‘
NIA-র হাতে বর্তমানে কতগুলি তদন্ত চলছে এবং কতগুলির বিচার হয়ে গিয়েছে, এই সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।
কেন্দ্রের দেওয়া হিসেব অনুযায়ী বর্তমানে এনআই-এর মোট ৫৪১টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে ৯৩টি সাব ইন্সপেক্টর ও ৭৭টি ইন্সপেক্টর পদ ফাঁকা রয়েছে। এমনকী ইন্সপেক্টর জেনারেল, পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপারের মতো পদেও একাধিক শূন্যস্থান।
জুন মাসের শেষ পর্যন্ত হিসেব বলছে, এনআইএ-র হাতে রয়েছে ৬৭৭টি কেস, আর বিচার হয়ে গিয়েছে ৭৮টি কেস। উল্লেখ করা হয়েছে যে এনআইএ-র সাফল্যের হার ৯৭.৪৩ শতাংশ।
কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় এদিন বলেন, “এনআইএ কর্মী সঙ্কটে ভুগছে। অথচ তাদের হাতে নেওয়া একাধিক মামলা দিনের পর দিন ঝুলে রয়েছে। সেগুলি সঠিকভাবে বিচার পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের উচিত এ ব্যাপারে গুরুত্ব দেওয়া। সবকিছু টালবাহানার মাধ্যমে চালানো উচিত নয়।“
