কলকাতা : হাতে আর মাত্র কটা দিন। তারপরেই বাংলায় বেজে যাবে পঞ্চায়েত ভোটের রণদামামা। তবে বাংলার পাশাপাশি বর্তমানে তৃণমূলের তরফে বিশেষ নজর দেওয়া হচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। সম্প্রতি মেঘালয় থেকে ঘুরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ত্রিপুরাতেও। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ৬০টি বিধানসভা আসনে রয়েছে বিধানসভা ভোট (Tripura Assembly Elections)। এই নির্বাচনকে পাখির চোখ করেই ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়তে চাইছে ঘাসফুল শিবির। ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা (Tripura) যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ ও ৭ তারিখ তাঁরা ত্রিপুরায় থাকবেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ মার্চ শেষ হচ্ছে ত্রিপুরায় বর্তমান সরকারের মেয়াদ। সেখানে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি। এদিকে ভোটের জন্য ২১ জানুয়ারি নির্বাচন কমিশনের তরফে মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবারে ভোটগ্রহণ কেন্দ্র বাড়ছে ত্রিপুরায়। একইসঙ্গে প্রতিটা ভোটগ্রহণ কেন্দ্রের পরিকাঠামোগত উন্নতির দিকেও জোর দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রে বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন পরিকাঠামো প্রস্তুত রাখার কথা বলা হয়েছে কমিশনের তরফে।
অন্যদিকে বিজেপিকে পরাস্ত করতে ইতিমধ্যেই জোট বেঁধে লড়াইয়ের ময়দানে নেমেছে বাম-কংগ্রেস। লড়াইয়ের ময়দানে তৃণমূল নেমে পড়ায় তৈরি হয়েছে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা। বিধানসভা ভোটের আগে পায়ের তলার মাটি শক্ত করতে বিগত কয়েক মাস আগে থেকেই কোমর বেঁধেছে ঘাসফুল শিবির। জোর দেওয়া হয়েছে প্রচারেও। ইতিমধ্যেই ত্রিপুরায় পূর্ণাঙ্গ রাজ্য কমিটিও ঘোষণা হয়ে গিয়েছে দলের তরফে। পাশাপাশি ব্লক কমিটিও তৈরি করা হয়েছে। রাজ্য কমিটিতে রাখা হয়েছে ১১১ জনকে।