কলকাতা: রঙিন পাঞ্জাবী, ম্যাচিং ধুতি, চোখে নিত্যনতুন সানগ্লাস, সঙ্গে কখনও কখনও নজরকাড়া উত্তরীয়- কার্যত নিজের একটা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করে ফেলেছেন কামারহাটির বিধায়ক তথা দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব মদন মিত্র। মদন মিত্রকে আগেও ‘কালারফুল’ বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুজোর উদ্বোধনে সেই রঙিন মদনকে দেখেই মমতাও বলে উঠলেন ‘লাভলি’। পুজোতেও এভাবেই রঙ আর খুশিতে ভরপুর হয়ে থাকার পরামর্শ দিলেন মদন মিত্রকে।
বৃহস্পতিবার রাজ্যের ৮০০-র বেশি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার একটি পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন মদন মিত্র। পরণে ছিল হলুদ পাঞ্জাবী, ওপরে লাল-সবুজের কারুকার্য। তাঁকে বসে থাকতে দেখেই মমতা একগাল হেসে বলে ওঠেন, ‘আরে মদন মিত্র বসে আছে কালারফুল হয়ে। আরে জামাটা খুব সুন্দর তো। আবার বল লাভলি।’ ‘দিদি’র সম্বোধনে স্ক্রিনের এপারে তখন হাসি মদনের মুখেও।
এরপর মুখ্যমন্ত্রী আবারও বলেন, ‘আরে মদন মিত্র কিছু বলতে চাইছে, বলতে দাও। ও তো লাভলি বলবেই।’ আসলে রাজনৈতিক বা অরাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সময় ‘ওহ লাভলি’ কথাটা বলতে শোনা যায় মদন মিত্রকে। আর সম্প্রতি ‘ওহ লাভলি’ নামে একটি বাংলা ছবি তৈরি হয়েছে, যাতে অভিনয় করেছেন খোদ মদন মিত্র।
সেই ‘লাভলি’ কথাটাই এবার শোনা গেল মমতার মুখে। এদিন মমতা আবারও বলেন, ‘লাভলি তো তোমার ব্র্যান্ড হয়ে গিয়েছে।’ সব শেষে মদনকে বলেন, ‘কামারহাটি-দমদমের পুজোগুলো এবার ভাল করে দেখে রাখবে। পুজোয় সবসময় রঙিন জামাকাপড় পরবে। বি কালারফুল অ্যান্ড চিয়ারফুল।’ ভবানীপুরের বাসিন্দা হলেও কামারহাটির বিধায়ক হওয়ার সূত্রে উত্তর ২৪ পরগনায় মদন মিত্রের অনুগামীর সংখ্যা অনেক। জেলার পুজোতেও তাই দায়িত্ব রয়েছে তাঁর। উল্লেখ্য, হুগলির একটি পুজোতে এবার থিম খোদ মদন মিত্রই। তাঁর একটি মূর্তিও তৈরি করা হয়েছে মণ্ডপে রাখার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পেয়ে যথেষ্ট খুশি মদন মিত্র। তিনি বলেন, “ইস্ট অর ওয়েস্ট। মমতা ব্যানার্জি ইজ দ্য বেস্ট। তিনি পুজোয় ভাল জামাকাপড় পরে এলাকার মানুষের সঙ্গে থাকতে বলেছেন। তাঁর নির্দেশ আমি পালন করবই।”