কলকাতা: গত কয়েকদিন ধরে বিতর্কের শিরোনামে উঠে এসেছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষার নাম। কয়েকদিন আগেই অধ্যক্ষা পদ থেকে সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে সরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে ডিভিশন বেঞ্চের নির্দেশে পদ ফিরে পান তিনি। তবে এবার সেই অধ্যক্ষা অনির্দিষ্টকালের জন্য ছুটির আবেদন জানালেন কলেজের গভর্নিং বডির কাছে। বৃহস্পতিবাক একটি পুরনো মামলায় সুনন্দার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই অধ্যক্ষা ছুটির আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।
বৃহস্পতিবারই তিনি আদালতের নির্দেশে কাজে যোগ দিয়েছিলেন। আর আজ, শুক্রবার থেকেই ছুটি চেয়ে আবেদন করেছেন অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কা। চিঠিতে তিনি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে তিনি এই ছুটি চাইছেন। কলেজে উপস্থিত থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে মহম্মদ মাজুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে যাচ্ছেন তিনি।
পাঁচ বছরের পুরনো মামলায় হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। সুনন্দ গোয়েঙ্কার বিরুদ্ধে সেই সময় আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলেছিলেন তৎকালীন গভর্নিং বডির এক সদস্য। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঠিক মতো তদন্ত করেনি বলেই অভিযোগ ওঠে। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ওই মামলায় সিআইডি তদন্ত করবে। প্রয়োজনে সুনন্দাকে জিজ্ঞাসাবাদও করতে পারে সিআইডি। তবে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন কি না, সেটা জানাবে গোয়েন্দা সংস্থা।
এই নির্দেশের পরই অধ্যক্ষা ছুটির আবেদন করায় বেড়েছে জল্পনা। তিনি ব্যক্তিগত কারণের কথা বললেও ওয়াকিবহাল মহলের মতে, তদন্ত থেকে দূরে থাকার জন্য এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি।