AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: ‘এবার কত দেব? ৯০… ৯৫…’, বলেই মমতা ঘোষণা করলেন ১ লাখ ১০ হাজার

Durga Puja: পুলিশকে নিরাপত্তা বজায় রাখতে বিশেষ নজরদারির কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাবগুলিকে ভলান্টিয়ার মোতায়েন করার নির্দেশ।

Durga Puja: 'এবার কত দেব? ৯০... ৯৫...', বলেই মমতা ঘোষণা করলেন ১ লাখ ১০ হাজার
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 6:22 PM
Share

কলকাতা: অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ৮৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন তিনি। এবার একধাক্কায় অনেকটা বাড়ল ক্লাব প্রতি সেই অনুদানের পরিমাণ। ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করে দিলেন মমতা।

মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন করতে শুরু করবেন মুখ্যমন্ত্রী। সেই সময় থেকেই পুলিশকে সতর্ক থাকতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গা পুজো নিয়ে বৈঠকে উপস্থিত হয়ে পুজো সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দিলেন তিনি। সব শেষে ঘোষণা করলেন অনুদান।

‘পুজোর জন্য কত মানুষ রোজগার করে…’

মমতা বলেন, “অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। ঘরে ঘরে পুজো হয়। এমন পুজো নেই যা বাংলায় হয় না। কেউ কেউ তো কোর্টে চলে যায়। বলে, কেন পুজোর জন্য সাহায্য করা হবে! আরে এটা তো একটা উৎসব। পুজোর জন্য কত মানুষ রোজগার করে। পাড়ার ছেলেমেয়েরা ঘরের কাজ ছেড়ে পুজো সফল করার কাজে মন দেন।”

৫ অক্টোবর কার্নিভাল

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর হবে দুর্গা পুজোর কার্নিভাল। তিনদিন ধরে বিসর্জনের সময় পাবেন কর্মকর্তারা। পুলিশকে নিরাপত্তা নিয়ে নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বলেন, “পুলিশের সঙ্গে সমন্বয় থাকবে। বাসস্ট্যান্ড-ফেরিঘাটে নজরদারি চলবে, মোবাইল পেট্রলিং, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম- ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমিও সারারাত জেগে নজর রাখি।”

‘গাড়ি বাড়াতে হবে’

মুখ্যমন্ত্রীর নির্দেশ, পুজোর সময় পরিবহন দফতরকে বেশি গাড়ি চালাতে হবে। মুখ্যসচিব মেট্রোর সঙ্গে কথা বলবে, যাতে বেশিক্ষণ পর্যন্ত চালানো যায়। লোকাল ট্রেনও যেন বেশিক্ষণ পর্যন্ত চলে, সেই আবেদন করেছেন মমতা। হাসপাতালগুলিকেও প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন।

‘ভিড় টানতে গিয়ে মানুষের জীবন না যায়’

মুখ্যমন্ত্রী বলেন, “এমন কোনও থিম করবেন না, যাতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভিড় টানতে গিয়ে যেন মানুষের জীবন না যায়। ভিড়ের কম্পিটিশন করবেন না। স্ট্যাম্পেড না হয়। ববি, অরুপ আর সুজিতের পুজো দেখাতে হবে কেন! বাকিদেরটাও দেখান।” মোট ৪৫,০০০ ক্লাবের পুজো হয় বলে জানিয়েছেন মমতা।