কলকাতা: ক্ষমতায় আসার পর রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বাংলায় শিল্প আনাই ছিল তাঁর মূল লক্ষ্য। এবার সেই সম্মেলনের ব্যপ্তি আরও কিছুটা বাড়াতে চান তিনি। এই সম্মেলন নিয়ে বাংলার বাইরেও বৈঠক করতে চান বলে বুধবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার শিল্পপতিদের সেই দায়িত্ব নিতেও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলার অনেক নেগেটিভ ‘প্রচার’ হয়ে থাকে। সে কারণেই ভিন রাজ্যে বৈঠকের কথা ভেবেছেন তিনি।
নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য সম্মেলন নিয়ে আমরা পাঁচটা বৈঠক করতে চাই। বাংলার কথা জানাতে চাই। কারণ বাংলার প্রচার খুব নেগেটিভ হয়।’ সেই সঙ্গে মমতা দাবি করেন, প্রচার নেতিবাচক হলেও বাংলায় এলেই সবাই বুঝতে পারেন সে সব কথা মিথ্যা। প্রথমে মুখ্যমন্ত্রী জানান, বৈঠক হবে মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরুতে। এছাড়া দিল্লির বৈঠকটা অমিত মিত্রকে ভার্চুয়ালি করার দায়িত্ব দিয়েছেন তিনি।
ফিকি (Ficci)-কে মুম্বই-এর বৈঠকের দায়িত্ব নিতে বলেছেন মমতা। আর চেন্নাই-এর মিটিং-এর দায়িত্ব নেবে সিআইআই (CII)। আর বেঙ্গালুরুর বৈঠকের দায়িত্বে থাকবে ইন্ডিয়ান চেম্বার অব কর্মাস। পরে মমতা উল্লেখ করেন, উত্তরের দিকের কোনও রাজ্যকেও এই তালিকায় রাখা জরুরি। মমতা বলেন, ‘আমরা রাজস্থানে একটা বৈঠক করতে পারি। কারণ রাজস্থানের অনেক মানুষ এখানে থাকেন।’ আর সেই বৈঠকের দায়িত্ব তিনি দিয়েছেন হর্ষ নেওটিয়া সহ কয়েকজন শিল্পপতিকে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বৈঠকগুলিতে তিনি নিজে যাবেন, সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরা। জুন, জুলাই মাসে বৈঠকগুলি করার কথা বলেছেন তিনি। আর কলকাতায় শিল্প সম্মেলন হবে ২১ থেকে ২৩ নভেম্বর। তার জন্য এখন থেকে বিজ্ঞাপন দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এদিন তিনি জানিয়েছেন, শিল্পে ব্যাপক বিনিয়োগ আসছে বাংলায়, সেই সঙ্গে তৈরি হচ্ছে বিপুল কর্মসংস্থানের সুযোগও।