৪০ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে ১০ লক্ষ অবধি ঋণ, বড় ঘোষণা মমতার

Jun 30, 2021 | 6:06 PM

Mamata Banerjee: শুধু দেশে নয়, বিদেশ পড়াশোনা করার জন্যও পাওয়া যাবে ওই ঋণের টাকায়। ভোটের আগের প্রতিশ্রুতিই বাস্তবায়িত করলেন মুখ্যমন্ত্রী।

৪০ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে ১০ লক্ষ অবধি ঋণ, বড় ঘোষণা মমতার
ছবি-ফেসবুক

Follow Us

কলকাতা: ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নবান্নে সেই প্রকল্প চালু করেন তিনি। এই প্রকল্পে ন্যুনতম সুদে ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার বিপুল খরচের কথা ভেবে অনেক সময়ই মেধাবী ছাত্রছাত্রীদের পিছিয়ে আসতে হয়। তাঁদের ক্ষেত্রে এই কার্ড বিশেষ সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু দেশে নয়, বিদেশে পড়াশোনার করার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে। ১৫ বছর ধরে সেই ঋণ পড়ুয়ারা শোধ করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যাখ্যা দিয়ে তিনি বলেনন, ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি পাওয়ার পর ঋণ মেটাতে পারবেন। রাজ্যের সব ব্যাঙ্ক থেকে এই ঋণ নেওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। মমতার কথায়, ‘অভিভাবকদের আর ছেলেমেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে না। প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে।’

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারান্টার হবে রাজ্য সরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীরা এই কার্ডের মাধ্যমে ঋণ নিতে পারবেন বলে জানিয়েছেন মমতা। কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপ কেনার জন্যেও ঋণ দেওয়া হবে। কেউ চাইলে এক বারে ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারেন, আবার কেউ ধাপে ধাপে ২ লক্ষ টাকা বা ৪ লক্ষ টাকা করেও ঋণ নিতে পারেন।

আরও পড়ুন: ‘স্বঘোষিত প্রধানমন্ত্রীর পুষ্পক রথ’, VVIP-দের জন্য প্রাইভেট জেটের টেন্ডার নিয়ে খোঁচা শুভেন্দুর

ছাত্রছাত্রীদের সুবিধার্থে অনলাইনে আবেদন করা যাবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য পৃথক পোর্টাল করা হয়েছে, সেখান থেকেই আবেদন করা যাবে। এ ছাড়া, এগিয়ে বাংলা পোর্টালে ও উচ্চশিক্ষা দফতরের পোর্টালে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। এই কার্ডের জন্য আবেদন করতে গিয়ে যাতে কেউ জালিয়াতির শিকার না হন, সে দিকে খেয়াল রাখার কথা বলেছেন মমতা। অন্য দিকে, শিক্ষা দফতরের আধিকারিকদের তিনি বলেছেন যাতে কেউ এই টাকা নিয়ে অপব্যবহার না করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে।

Next Article