AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: আগামী শনিবার বিশেষ সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা, নবান্নে হল বৈঠক

Nabanna: উল্টোরথের দিন কলকাতাতেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ জুলাই, শুক্রবার থেকে রাজ্যের একাধিক মন্ত্রীকে দিঘায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।

Nabanna: আগামী শনিবার বিশেষ সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা, নবান্নে হল বৈঠক
নবান্নImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2025 | 10:55 PM
Share

কলকাতা: গত শুক্রবার ছিল রথযাত্রা। এবার প্রথম দিঘার জগন্নাথ মন্দির থেকে বেরোয় রথ। উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসন্ন উল্টোরথ। আগামী ৫ জুলাই হবে উল্টোরথ। আর ওইদিন রয়েছে মহরম। তাই শনিবার বিশেষভাবে সতর্ক থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী। আজ, বুধবার এই বিষয়ে নবান্নে একটি বৈঠক করেন তিনি।

একইদিনে দুটি উৎসব পালনের ক্ষেত্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে বিশেষ বৈঠক করে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এ বছরই প্রথম রথযাত্রা পালন করা হয়। তাই সেখানে উল্টোরথের আড়ম্বরও কম হবে না। তবে ওইদিন দিঘায় যাচ্ছেন না মমতা।

উল্টোরথের দিন কলকাতাতেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ জুলাই, শুক্রবার থেকে রাজ্যের একাধিক মন্ত্রীকে দিঘায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। উল্টোরথেও দিঘায় ভিড় উপচে পড়ার সম্ভাবনা। পূর্তমন্ত্রী পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনকে দিঘা যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।