কলকাতা: নজরুল মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দিদির রক্ষাকবচ’ ও ‘দিদির দূত’ নামক দুটি কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে কথা বলতে গিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে মমতা বললেন, “আমিও দলের ঊর্ধ্বে নই।”
বছরের দ্বিতীয় দিনটা যে তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা কয়েকদিন আগেই আভাস দিয়েছিলেন মুখপাত্র কুণাল ঘোষ। প্রতিষ্ঠা দিবসের পরের দিনই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দুটি নতুন কর্মসূচির ঘোষণা করল তৃণমূল। লক্ষ্য জনসংযোগ বাড়ানো। প্রসঙ্গত, দুর্নীতি ইস্যুতে বিদ্ধ শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একাধিকবার একাধিক মঞ্চ থেকে ‘ইমেজ’রক্ষার বার্তা দিচ্ছেন দলীয় কর্মীদের। এদিনও তার ব্যতিক্রম হল না। খোদ নেত্রী বললেন, ” আমি মনে করি যাঁরা ভাল কাজ করবেন, তাঁরা প্রশংসিত হবেন। তাঁদের আরও প্রায়োরিটি দিয়ে কাজ করানো হবে।”
আর এই প্রসঙ্গে বলতে গিয়েই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। মমতা বলেন, “যদি একটা পোকা ধানে কোথায় জন্মায়, সেটা যদি সমূলে বিনাশ না করেন, তাহলে কিন্তু ওই ধানের পোকা থেকেই সারা ধানে পোকা লাগবে। পোকাটা আগেই নির্মূল করতে হবে। আর যদি পোকা জন্মায় তাকে অ্যালার্ট করতে হবে, টাইম দিতে হবে, তুমি আইদার নিজেকে সংশোধন করো, না আমাদের ভাবতে হবে।” কথা প্রসঙ্গে মমতার সংযোজন, “আমিও কিন্তু দলের উর্ধ্বে নই। আমিও কিন্তু মানুষের উর্ধ্বে নই। মানুষের কাছে আমার দায়িত্ববোধ প্রতিদিন সকাল থেকে রাত মেনে চলি।”
পঞ্চায়েত নির্বাচনের আর দুটো মাস বাকি। তার আগে শিক্ষা থেকে আবাস, এমনকি জলেও দুর্নীতি-কাঁটায় বিদ্ধ হচ্ছে শাসকদল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ‘আম আদমি’ র কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখাটাই বড় চ্যালেঞ্জ জনপ্রতিনিধিদের। আর সেই বিষয়টি প্রাথমিক ও প্রধান কর্মসূচি হিসাবে নির্ধারিত করে দিয়েছে দল। নেত্রী এদিনও তাঁর বক্তব্যে সেটাই বোঝালেন আরও একবার।