‘ইসকো অ্যারেস্ট করো, উসকো অ্যারেস্ট করো.. এ ভাবেই চলছে একটা সরকার’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 08, 2021 | 5:11 PM

Mamata Banerjee Speech: অভিষেককে পরপর দু'বার তলব করা হয়েছে দিল্লিতে। আজ সভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইসকো অ্যারেস্ট করো, উসকো অ্যারেস্ট করো.. এ ভাবেই চলছে একটা সরকার
ডিভিসিকে কড়া শাসানি মমতা বন্দ্যোপাধ্যায়ের (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: ফের ‘এজেন্সি’ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দ্বিতীয় বারের জন্য তলব করা হয়েছে দিল্লিতে ইডির দফতরে। এরই মধ্যে ঘোষণা হয়েছে ভবানীপুরের (Bhabanipur) উপনির্বাচন। তাই এ দিন কড়া আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘ভোট ঘোষণা হল আর অভিষেককে তলব করা হল।’ কেন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতার কথায়, ‘এজেন্সির কোনও দোষ নেই। এজেন্সির অফিসারদেরও কোনও দোষ নেই। ওরাও চাপে আছে।’ মোদী সরকারই এজেন্সিগুলিকে চাপ দিয়ে এই সব কাজ করাচ্ছে বলে উল্লেখ করেন তৃণমূল নেত্রী। ভবানীপুরের উপনির্বাচন ঘোষণা হওয়ার পর আজ, বুধবার ছিল মমতার প্রথম কর্মিসভা। সেখানেই বিজেপিকে এ ভাবে কড়া বার্তা দেন তিনি।

কী উদ্দেশ্যে দিল্লিতে ডাক? কলকাতায় নয় কেন?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। গত সোমবারই ৯ ঘণ্টা সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আজ, বুধবার ফের তলব করা হয়েছে। আর সেই ইস্যুতেই এ দিন ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, ‘কেন দিল্লিতে ডেকে পাঠানো হল? কেন কলকাতায় নয়? কী উদ্দেশ্যে আছে এর পিছনে?’ মমতার দাবি, রাজনৈতিকভাবে লড়তে পারে না। তাই এজেন্সি দিয়ে জব্দ করার চেষ্টা চলছে।

তাঁর অভিযোগ, কংগ্রেসকে এ ভাবেই এজেন্সি দিয়ে জব্দ করেছে বিজেপি। কেন্দ্রীয় সরকারককে কড়া বার্তা দিয়ে এ দিন তিনি বলেন, ‘আমাকে আঘাত করার জন্য অভিষেকের ওপর কিছু করবেন না। কোনও প্রমাণ নেই। শুধু হেনস্থা করার জন্য বারবার ডাকা হচ্ছে।’ নারদ ইস্যুতেও এ দিন সরব হন তিনি। বলেন, ‘সুব্রত, ববির নাম আছে, অথচ যে আসল চোর টাকা নিচ্ছে, তার নামই নেই।’

‘ইসকো অ্যারেস্ট করো, উসকো অ্যারেস্ট করো’

এজেন্সিগুলিকে বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি, এমন অভিযোগ আগেও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ফের আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘গ্যাসের দাম বাড়ছে, বিজেপির দেখা নেই। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বিজেপির দেখা নেই। এত দিন ধরে কৃষকদের আন্দোলন চলছে বিজেপির দেখা নেই। কাজই হচ্ছে শুধু অফিসারদের বসে বসে ইনস্ট্রাকশন দেওয়া- ইসকো অ্যারেস্ট করো, উসকো অ্যারেস্ট করো। এ ভাবেউ চলছে একটা সরকার।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন এ দিন। খুনের রাজনীতি করছে বলেও আক্রমণ শানান।

‘বাংলায় এসে খাচ্ছ-দাচ্ছ-ঘুরছ’

তৃণমূল নেত্রী দাবি করেন, বাংলায় বারবার এসেছেন বিজেপি নেতারা। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তৃণমূলকে। ত্রিপুরার কথা উল্লেখ করে মমতা দাবি করেন, ‘ত্রিপুরায় ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের কোনও নেতাকে। সুদীপরা কেন যাবে? জয়ারা কেন যাবে, কাকলি কেন যাবে? ধরে মার দেওয়া হচ্ছে। এ দিকে ভোটের আগে এ রাজ্যে বিজেপি নেতারা যে ভাবে আনাগোনা করেছে, তা উল্লেখ করে মমতা বলেন, ‘বাংলায় তো রোজ আসছ। খাচ্ছ-দাচ্ছ, ঘুরছ। আর এখনও চোরের মায়ের বড় গলা!

ভ্যাকসিন ইস্যুতেও এ দিনমুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো। কোভ্যাকসিন নিয়ে অনেক দেশে যাওয়ার অনুমতি মিলছে না বলে অভিযোগ করেছেন তিনি। আর সব শেষে বুঝিয়ে দিয়েছেন ভবানীপুরের লড়াই তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভোট দেওয়ার জন্য তাই ভবানীপুরবাসীকে বার্তা দিতেও ভোলেননি তিনি। আরও পড়ুন: ভোট ঘোষণার পরও পুজো অনুদান কেন? রাজ্য সরকারের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন

Next Article