Mamata – CV Ananda Bose: নতুন রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর, কী কথা হল?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 18, 2022 | 8:16 PM

CV Ananda Bose: শুক্রবার সন্ধেয় রাজ্যের প্রশাসনিক প্রধান এবং নতুন দায়িত্ব পাওয়া সাংবিধানিক প্রধানের মধ্যে এই কুশল বিনিময় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Mamata - CV Ananda Bose: নতুন রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর, কী কথা হল?
নতুন রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর

Follow Us

সুদেষ্ণা ঘোষাল

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) ফোন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় মিনিট দশেক দুইজনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নতুন রাজ্যপালের পদবি শুনে প্রথমে তাঁকে বাঙালি ভেবে ভুল করেন মুখ্যমন্ত্রী। পরে সিভি আনন্দ বোস নিজেই মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি খোলসা করেন। জানান তিনি কেরলের বাসিন্দা। নতুন রাজ্যপালের কাছে এই কথা শুনে খানিক আশ্চর্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার সন্ধেয় রাজ্যের প্রশাসনিক প্রধান এবং নতুন দায়িত্ব পাওয়া সাংবিধানিক প্রধানের মধ্যে এই কুশল বিনিময় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এর আগে জগদীপ ধনখড় যখন বাংলার রাজ্যপাল ছিলেন, তখন রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ বার বার প্রকাশ্যে এসেছিল। তবে পরবর্তী সময়ে রাজ্যপাল হিসেবে বাংলার অতিরিক্ত দায়িত্ব পান লা গণেশন। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ ভালই ছিল। কালীপুজোর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন লা গণেশন। পরবর্তী সময়ে লা গণেশনের আমন্ত্রণে তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্য-রাজ্যপাল যে সংঘাতের বাতাবরণ জগদীপ ধনখড়ের আমলে ছিল, তার থেকে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গিয়েছে লা গণেশনের সময়ে।

এখন আবার পশ্চিমবঙ্গের পূর্ণ দায়িত্ব নিয়ে রাজ্যপাল হিসেবে আসছেন সিভি আনন্দ বোস। এখনও তিনি কলকাতায় আসেননি বটে। কিন্তু সৌজন্যের কুশল বিনিময় হয়ে গেল রাজ্যের প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধানের মধ্যে। প্রায় মিনিট দশেক কথা হল উভয়ের। এখন দেখার নতুন রাজ্যপাল কলকাতায় পা রাখার পর, রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কোনদিকে মোড় নেয়। বিশেষ করে কিছুদিন ধরেই লা গণেশনের উপর খানিক অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল বিরোধী শিবিরকে। আর এরই মধ্যে রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভি আনন্দ বোস।

Next Article