Suvendu Adhikari: ‘কয়লাকাণ্ডের ১ হাজার কোটি টাকা গিয়েছে রাজ্যের এক ক্ষমতাশালীর হাতে’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 18, 2022 | 9:56 PM

BJP: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই দাবি করেছিলেন, সিবিআইয়ের চার্জশিট সামনে রেখে বোমা ফাটাবেন তিনি। আজ কারও নাম না করেই কার্যত সে বোমাই ফাটালেন বলে মনে করা হচ্ছে।

Suvendu Adhikari: কয়লাকাণ্ডের ১ হাজার কোটি টাকা গিয়েছে রাজ্যের এক ক্ষমতাশালীর হাতে, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী।

Follow Us

কলকাতা: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। প্রভাবশালী যোগের অভিযোগ তুললেন সরাসরি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু দাবি করেন, “২৪০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে কয়লাকাণ্ডে। ১ হাজার কোটি টাকা রাজনৈতিক প্রভাবশালীর কাছে গিয়েছে।” শুধু তাই নয়, আরও বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার, “যিনি রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করেন।” শুভেন্দুর দাবি, আগামী ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এখনই এর বেশি তিনি কিছু বলতে চান না। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “আমি বলেছিলাম কয়লা পাচারের একটা চক্র যুক্ত রয়েছে। সেই চক্রে রাজনীতির প্রভাবশালীরা যুক্ত রয়েছেন। গুরুপদ মাজির চার্জশিট এখন পাবলিক ডোমেনে। ২৪০০ কোটি টাকার দুর্নীতি। আইটি রেইড করেছিল। ১ হাজার কোটি টাকা এমন একজনের কাছে গিয়েছে যিনি এই রাজ্যে কার্যত প্রশাসন, পুলিশ, শাসকদলকে নিয়ন্ত্রণ করেন।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই দাবি করেছিলেন, সিবিআইয়ের চার্জশিট সামনে রেখে বোমা ফাটাবেন তিনি। আজ কারও নাম না করলেও কার্যত সে বোমাই ফাটালেন বলে মনে করা হচ্ছে। কারও নাম এক্ষেত্রে শুভেন্দু মুখে আনেননি ঠিকই। কিন্তু বলেছেন, সেই ব্যক্তির এতটাই প্রভাব যিনি রাজ্য প্রশাসন থেকে শুরু করে পুলিশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। শুভেন্দুর এদিনের বক্তব্যে আরও জোরাল হচ্ছে প্রশ্ন, কয়লাকাণ্ডে তবে কি ডিসেম্বরে বড় কোনও পর্দাফাঁস হতে চলেছে? প্রশ্ন উঠছে, বিজেপির ‘ডেডলাইন ডিসেম্বর’-এর সঙ্গে কি কোনও সম্পর্ক থাকতে পারে এই মামলার?

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ভাই দম থাকলে নাম বল। আমি তো বলছি শুভেন্দু অধিকারী মিথ্যাবাদী, দলবদলু। শুভেন্দুর যদি দম থাকে বলুক। বুকে নেই দম, ও খাবে চমচম।” যদিও এদিন শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, “শুভেন্দু অধিকারী যা বলে ভেবে বলে। যা বলে তা করে দেখায়।”

Next Article