কলকাতা: নির্বাচনী আবহে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কম বিতর্ক হয়নি। দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ সুদীপের সম্পর্কে একাধিক অভিযোগ সামনে এনেছিলেন। আর এবার ভোটের ঠিক আগে আবারও একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেই ছবিতে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখা যাচ্ছেন, তা সুদীপের বলা দাবি করা হচ্ছে। মাড়োয়ারি ও মুসলিম সম্পর্কে বিশেষ মন্তব্য রয়েছে সেই চ্যাটে। সেই চ্য়াটের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সোমবার সুদীপের প্রচারে গিয়ে এই ইস্যুতেই সরব হলেন মমতা।
এদিন বড়বাজারে প্রচারে গিয়ে মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা সুদীপের ফেক ভিডিয়ো বানাচ্ছে। ফেক ছবি ছড়াচ্ছে। তবে কোনও ছবি বা ভিডিয়োর কথা বলছেন, তা উল্লেখ করেননি মমতা। সেই সঙ্গে মমতা আরও বলেন, “মাড়োয়ারিদের ভালোবাসি। ওঁরা আমাকে খুব সম্মান করেছেন। ওঁদের সঙ্গে মিটিং করেছি সল্টলেকে।” একই সঙ্গে মমতা বলেন, “বিহারীদেরও ভালবাসি। আমিও লিট্টি খাই। মা গঙ্গার পুজো করি। আপনারা (বিহারি, রাজস্থানি) এখানে সারাবছর কাজ করবেন আর আমাদের ভোট দেবেন না তা কি হয়?” তিনি আরও বলেন, “দুখ: থাকলে থাপ্পড় মারুন। কিন্তু ভোট কংগ্রেসকে দিলে বিজেপির সুবিধা হবে।”
এদিন বিজেপি প্রার্থী তাপস রায় সম্পর্কে মমতা বলেন, “ইডি-সিবিআই তল্লাশি চালাতে, ভয় পেয়ে বিজেপিতে গিয়েছে।” তাঁর দাবি, বিজেপির প্রার্থী সুদীপদার অনিষ্ট চায়। সুদীপ দাকে জেলে পাঠায়।”