Mamata on Governor: বিজেপির সঙ্গে ভাল সম্পর্ক রাজ্যপালের, এজেন্সির সঙ্গেও: মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2023 | 5:31 PM

Mamata on Governor: সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গেও রাজ্যপালের সংঘাত সামনে আসে। রাজ্যপালকে শ্বেত হস্তী, মত্ত হস্তীর সঙ্গে তুলনা করেন ব্রাত্য বসু। এবার মমতা সরাসরি বিজেপির সঙ্গে সম্পর্ক থাকার দাবি জানালেন।

Mamata on Governor: বিজেপির সঙ্গে ভাল সম্পর্ক রাজ্যপালের, এজেন্সির সঙ্গেও: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস রাজ্যের আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বদলেছে সমীকরণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার তাঁর মন্তব্যে বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বিজেপির সঙ্গে নাকি যথেষ্ট ভাল সম্পর্ক রাজ্যপালের। সরস্বতী পূজার সময় রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেদিন সামনের সারিতে দেখা যায়নি শুভেন্দুদের। কিন্তু, নববর্ষ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। তবে কি বদলাচ্ছে সমীকরণ? এ ব্যাপারে অবশ্য মুখ খুলতে চাননি মমতা।

তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকারকে আক্রমণ করে যে ধরনের কথা বলছেন, সেগুলো ‘রাজ্যপালের ব্যাপার’ বলে মন্তব্য করেন মমতা। এই প্রসঙ্গেই মমতা বলেন, ‘বিজেপির সঙ্গে তো রাজ্যপালের যথেষ্ট ভাল সম্পর্ক। এজেন্সির সঙ্গেও ভাল সম্পর্ক। ওদের দলের কোনও কোনও নেতাকে রাজ্যপাল বেশ পছন্দ করেন, রাজ্যপালকেও তাঁরা পছন্দ করেন।’

অন্যদিকে, রাজ্যপাল যে আচার্য-বিলে সই করছেন না সে ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিষয়ে শিক্ষামন্ত্রী কথা বলবে। তবে অর্ডিন্যান্স আনা যেতেই পারে। জরুরি বিষয়ে অর্ডিন্যান্স হতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গেও রাজ্যপালের সংঘাত সামনে আসে। রাজ্যপালকে শ্বেত হস্তী, মত্ত হস্তীর সঙ্গে তুলনা করেন ব্রাত্য বসু। তিনি বার বার ক্ষমতার স্বেচ্ছাচার ঘটাচ্ছেন বলেও দাবি করেন ব্রাত্য। এর আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন বারবার রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত সামনে এসেছিল। আনন্দ বোসের সঙ্গেও কি সেই সম্পর্কের পুনরাবৃত্তি? মমতা অবশ্য বলছেন, ‘কেউ কারও জায়গা নিতে পারে না। সবাই স্বাধীনভাবে চলে।’

Next Article