Mamata Banerjee: ‘তৃণমূল জাতীয় দল ছিল-থাকবে, কারও দয়ায় পাইনি’, সাফ জানালেন মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2023 | 6:05 PM

Mamata Banerjee: শর্তপূরণ না হওয়াতেই তৃণমূলের সর্বভারতীয় তকমা চলে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। কিন্তু মমতা তা মানতে নারাজ। এক্ষেত্রে বিজেপির ষড়যন্ত্র আছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: তৃণমূল জাতীয় দল ছিল-থাকবে, কারও দয়ায় পাইনি, সাফ জানালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের পর বারবার বিজেপি নেতাদের বলতে শোনা গিয়েছে, নামের সামনে থেকে অল ইন্ডিয়া বা সর্বভারতীয় শব্দ সরাতে হবে তৃণমূলকে। কিন্তু, বুধবার সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন দল সর্বভারতীয়ই থাকবে। বিজেপি নির্বাচন কমিশনে নিজেদের ক্ষমতা খাটিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। শুধু তৃণমূল নয়, জাতীয় দলের তকমা হারিয়েছে এনসিপি ও সিপিআই-ও।

জাতীয় দলের তকমা তোলার ক্ষেত্রে নির্বাচন কমিশন সঠিক নিয়ম মানেনি বলেই বুধবার দাবি করেছেন মমতা। তাঁর দাবি, ১০ বছর পর পর পুনর্বিবেচনা হয়। এর আগে ২০১৬ সালে রিভিউ হয়েছিল। তাই হিসেব মতো ২০২৬ পর্যন্ত পুনর্বিবেচনার সময় ছিল বলে উল্লেখ করেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘২০২৬ পর্যন্ত সময় ছিল। ২৪ পর্যন্ত তো ছিলই। এতগুলো জায়গায় ভোটে লড়েছি। মেঘালয়, গোয়া, ত্রিপুরায় লড়েছি। তারপরও কেন এই সিদ্ধান্ত নেওয়া হল।’

মমতার স্পষ্ট বক্তব্য, ‘জাতীয় দল ছিলাম, থাকব। দল সর্বভারতীয়ই থাকবে। এই তকমা কারও দয়ায় মেলেনি। আমাদের কত এমপি-এমএলএ আছে। অনেকের কাছে এত সংখ্যক সাংসদ-বিধায়ক নেই। তারপরও তারা জাতীয় দল হিসেবে গণ্য হচ্ছে।’ এভাবে মিথ্যাচার বেশিদিন চলে না বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

নিয়ম অনুযায়ী, জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য কোনও রাজনৈতিক দলকে চার বা তার বেশি রাজ্যে রাজ্যের দল হিসেবে স্বীকৃতি পেতে হবে। অথবা লোকসভা নির্বাচনের মোট আসনের ২ শতাংশ আসন পেতে হবে এবং তা অন্তত তিনটি রাজ্য থেকে। সেই শর্তপূরণ না হওয়াতেই তৃণমূলের সর্বভারতীয় তকমা চলে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর।

Next Article