Mamata On Mukul: ‘উনি বিজেপি বিধায়ক, তবে নিখোঁজের বিষয়টি গুরুতর’, মুকুল নিয়ে বললেন মমতা

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 19, 2023 | 7:27 PM

Mamata On Mukul: মুকুল রায় সম্পর্কে প্রশ্ন করা হলে মমতা এদিন বলেন, 'কে দিল্লি যাবে না মুম্বই যাবে, সেটা তাঁর নিজের ইচ্ছা।'

Mamata On Mukul: উনি বিজেপি বিধায়ক, তবে নিখোঁজের বিষয়টি গুরুতর, মুকুল নিয়ে বললেন মমতা
মুকুল প্রসঙ্গে মমতা

Follow Us

কলকাতা: ২১-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ভবনে গিয়ে দলবদল করতে দেখা গেলেও মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। তৃণমূল নাকি বিজেপি, তার সঙ্গে আছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক? বুধবারই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মুকুল রায় বিজেপির বিধায়ক।’ আর মুকুল রায়ের দিল্লি সফর নিয়ে তিনি যে বেশি চিন্তিত নন, সে কথাও উল্লেখ করেছেন মমতা। গত সোমবার মুকুল রায় নিখোঁজ বলে দাবি করে পুলিশের দ্বারস্থ হন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। এই নিখোঁজ হওয়ার অভিযোগকে অবশ্য বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন।

মুকুল রায় সম্পর্কে প্রশ্ন করা হলে মমতা এদিন বলেন, ‘কে দিল্লি যাবে না মুম্বই যাবে, সেটা তাঁর নিজের ইচ্ছা। তবে তাঁর ছেলে মিসিং ডায়েরি করেছেন। কেউ যদি বলেন তাঁর বাবাকে কেউ নিয়ে গিয়েছে, তাহলে প্রশাসন সন্ধান করবে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ওঁর ছেলেই বলেছেন দুজন তুলে নিয়ে গিয়েছেন তাঁর বাবাকে। বিজেপির কথা তো সবাই জানে। হয়ত হুমকি দিয়েছিল। তবে উনি তো বিজেপিরই এমএলএ।’ মমতার কথায়, ‘এটা একটা খুব ছোট্ট বিষয়। এড়িয়ে যাওয়াই ভাল। তবে নিখোঁজ হওয়ার বিষয়টি খুব গুরুতর।’

বলা বাহুল্য, একসময় মমতার সেনাপতি বলেই উল্লেখ করা হত মুকুল রায়কে। তৃণমূলের সংগঠনের ভার ছিল তাঁর কাঁধে। কিন্তু তাল কাটে ২০১৭ সালে। বিজেপিতে যোগ দেন মুুকুল রায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও বেশ সক্রিয়ভাবে কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২১-এর বিজেপি তাঁকে টিকিট দেয়। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এরপরই তৃণমূল ভবনে যেতে দেখা যায় তাঁকে। পরে মুকুলের বিরুদ্ধে যখন দলত্যাগ বিরোধী আইনে মামলা হয়। সেই মামলায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুলকে বিজেপি বিধায়ক বলে উল্লেখ করেন।

Next Article