কলকাতা: ভাঙড়ের আন্দুলবেড়িয়ার বাগানবাড়ি সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে আগুন দিয়ে নথি পোড়ানোর অভিযোগ উঠেছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে সেখানে পৌঁছে যায় সিবিআই। সেই পোড়া নথি উদ্ধারের চেষ্টাও করেন কেন্দ্রীয় তদন্তকারী দলের অফিসাররা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতারা নথি পোড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। এই নথিতে ক্লু লুকিয়ে থাকতে পারে, এই ভেবে সিবিআইও নথি উদ্ধারের চেষ্টা চালায়। তবে যে নথি পোড়ানো হয়েছে, সে গুলি বিহার, তামিলনাড়ু, তেলঙ্গানার বলে জানা গিয়েছে। এ বিষয়েই বুধবার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর মতে, এই সব কাজ বিজেপি, সিপিএম, আইএসএফ-এর চক্রান্ত হতে পারে।
ভাঙড়ে নথি পোড়ানোর বিষয়ে মমতা বলেছেন, “আমার কাছে এ ব্যাপারে কোনও তথ্য নেই। আমি শুনিনি বিষয়টি নিয়ে। এ সব বিজেপি, সিপিএম, আইএসএফের নতুন চক্রান্ত হতে পারে। সিবিআই সেখানে গিয়েছিল। নথি সংগ্রহ করেছে।” বুধবারের সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি ফেক নিউজ ছড়ায় বলে অভিযোগ করেছেন তিনি। ইউটিউবকে বলেও ফেক নিউজের ভিডিয়ো সরাতে সময় লেগে যায় বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি গরু পাচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। পাচারের ঘটনা চক্রান্ত করে সাজানো বলেও মনে হয় তাঁর। তিনি বলেছেন, “উত্তর প্রদেশ থেকে গরু পাঠিয়ে আমাদের উপর চাপ তৈরি করছে। বলছে তৃণমূল দুর্নীতি করছে।” এমনকি সিবিআই ভুল তথ্য দেয় বলেও অভিযোগ মমতার।