কলকাতা : নিয়োগ নিয়ে অভিযোগ ছিল অনেক দিন ধরেই। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর কার্যত নয়া মোড় নিয়ে নিয়োগ দুর্নীতি। শুধু পার্থ একা নন, নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন কর্তা, কেলেঙ্কারির ‘মিডলম্যান’ সহ অনেকেই। রাজ্য রাজনীতি যখন সেই ইস্যুতে তোলপাড়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বাম আমলের কোনও কাগজই নেই। তৃণমূল সরকারের আমলে নথিপত্র আছে বলেই ভুল ধরা পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার শিক্ষা-রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে বামেদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন তিনি।
বাম আমলের কোনও আলমারি, কোনও ফাইল খুঁজে পাওয়া যায় না বলেই মন্তব্য করেছেন তিনি। মমতার দাবি, সপিএম তলে যাওয়ার পরও নানা কর বলেন, ‘সিপিএম আমলের একটা কাগজ, একটা আলমারি পাবেন না। কাগজ আছে বলেই তো ভুলটা ধরতে পারছেন। ওদের আমলের কোনও কাগজ নেই। আমরা কোনও কাগজ, ফাইল, আলমারি পাইনি। আমরা কিচ্ছু দেখতে পাইনি।’
এ দিন দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও উল্লেখ করেন মমতা। তাঁর দাবি, বাম আমলে নাকি বুদ্ধবাবু বলেছিলেন, ‘চোরেদের মন্ত্রিসভায় থাকব না।’ একদিকে যখন রাজ্যের বিরোধী দল তৃণমূলকে ‘চোরেদের সরকার’ বলে কটাক্ষ করছে, তখন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।
সেই সঙ্গে এ দিন ‘ভুল’ করার কথাও বললেন মমতা। তাঁর সরকারের আমলে কী ‘ভুল’ হয়েছে সে ব্যাখ্যা না দিলেও নেতাজিকে স্মরণ করে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘নেতাজি বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স। ভুল করাটাও একটা অধিকার।’ শুধু নেতাজি নয় প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করে এ দিন মমতা বলেন, ‘তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে। যদি দেখা যায় কেউ একটা ভুল করেছে, তাহলে সেটা শুধরে নাও।’ বাম আমলে স্বাস্থ্য কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল বলে উল্লেখ করে মমতা দাবি করেন, অশোক গঙ্গোপাধ্যায়ই সে বার বাঁচিয়ে দিয়েছিলেন বামেদের। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, যাঁরা এতদিন ন্যয়বিচার পাননি, তাঁরাও এ বার বিচার পাবেন।
এ প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, ‘বাম আমলে তো দেখেছি সব ফাইলই ছিল। এখন বলছেন ফাইল নেই! ১০ বছর পরে এ কথা বলছেন!’ তাঁর দাবি, সরকারের উচিত ছিল কমিশন তৈরি করে কেন ফাইল নেই তা বের করা। অন্যদিকে আর এক শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ির দাবি, শিক্ষা ব্যবস্থাটা একটা বড় ব্যবস্থা। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্কুল একটা মস্ত বড় ব্যাপার। তাঁর মতে, ভুলচুক যা হয়েছে তা নিতান্তই ব্যক্তিবিশেষে। তবে এ দিন তিনি উল্লেখ করেন, বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা গিয়েছে, বাম আমলের শেষের দিকে রাইটার্স থেকে লরি পর লরি কাগজ বেরিয়েছে।
বাম নেতা সুজন চক্রবর্তীর দাবি, ২০১১ সালে যে বামেরা ক্ষমতা থেকে চলে যাবেন, সেটা তো নিশ্চিত ছিল না। বুদ্ধবাবুই আবার মুখ্যমন্ত্রী হবেন, সেটাই আশা করা হয়েছিল। কিন্তু তা হয়নি। তাই বামেরা কাগজ সরানোর সুযোগ কোথায় পেল? সেই প্রশ্নই তুলেছেন তিনি। সুজনের কথায়, ‘বড় বেশি মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী।’