Mamata Banerjee: আদিবাসী মহিলাদের সঙ্গে নাচলেন মমতা, মঞ্চে বসে দেখলেন রাষ্ট্রপতি মুর্মু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 27, 2023 | 7:38 PM

Mamata Banerjee: মঞ্চের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী মহিলাদের মতো করে সাজতে দেখা যায়।

Mamata Banerjee: আদিবাসী মহিলাদের সঙ্গে নাচলেন মমতা, মঞ্চে বসে দেখলেন রাষ্ট্রপতি মুর্মু
দ্রৌপদী মুর্মু ও মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নাগরিক সম্মান জানানোর অনুষ্ঠানে আয়োজনের কোনও খামতি রাখেনি রাজ্য সরকার। নেতাজি ইনডোরের অনুষ্ঠানে এদিন ছিল আদিবাসী ছোঁয়া। রাষ্ট্রপতি মুর্মু হলেন আদিবাসী সমাজের একজন। বাংলার সঙ্গেও আদিবাসী সমাজের নাড়ির টান রয়েছে। সেই মতো রাষ্ট্রপতিকে সম্মান জানানোর অনুষ্ঠানে আদিবাসী সঙ্গীতের ব্যবস্থা রাখা হয়েছিল। সেই গানের সুরে নাচলেন আদিবাসী সমাজের মহিলারা। আর তাঁদের সঙ্গে পা মেলালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদিবাসী সম্প্রদায়ের বিশেষ এক বাদ্যযন্ত্র বাজাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঞ্চের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী মহিলাদের মতো করে সাজতে দেখা যায়। আর এসব দেখে বেশ আপ্লুত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বক্তব্য রাখতে শুরু করেন, সেই সময় নিজের সেই অনুভূতির কথা লুকিয়ে রাখেননি তিনি। রাষ্ট্রপতি বললেন, ‘মুখ্যমন্ত্রী যেভাবে আদিবাসী মহিলাদের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়েছেন, যেভাবে তাঁদের সঙ্গে নেচেছেন, তা দেখে আমি খুব খুশি। প্রত্যেককে সমান সম্মান দেওয়া, প্রত্যেক সংস্কৃতিকে আপন করে নেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। সে জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’ শুধু তাই নয়, এদিন নেতাজি ইনডোরের অনুষ্ঠানে নিজের বক্তব্যের শুরু থেকেই রাষ্ট্রপতি বাংলার প্রতি তাঁর টানের কথা তুলে ধরেছেন। বলেছেন, বাংলা ভাষা যখনই তাঁর কানে যায়, তখনই যেন তাঁর মনে হয় তিনি নিজের গ্রামের কাছাকাছি রয়েছেন। বাংলা ভাষার মিষ্টতাও বার বার উঠে এসেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথায়।

উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিভিন্ন সময়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতো সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে। এদিন রাষ্ট্রপতিকে নাগরিক সম্মান দেওয়ার অনুষ্ঠানেও সেই ধরনের ছবি দেখা গেল। আর তা দেখেই বেশ আপ্লুত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বললেন, মুখ্যমন্ত্রীর মধ্যে সব সংস্কৃতিকে আপন করে নেওয়ার ক্ষমতা রয়েছে।’

Next Article