Mamata Banerjee in Bankura: জানেন ঘেঁচুর ইংরেজি কী?
Mamata Banerjee: আপনিও তো বাঙালি। আপনি কি জানেন ঘেঁচুর ইংরেজি কী? আচ্ছা, ইংরেজি না হয় বাদই দেওয়া গেল। ঘেঁচুর অর্থ কী জানেন? যে কোনও মানুষকে এই প্রশ্ন করুন, দেখবেন শতকরা ৯৯ জনের বেশি মানুষই ঘেঁচুর ইংরেজি জানে না। আন্দাজে অর্থ কেউ কেউ বলে দিলেও, ইংরেজি বলা বেশ মুশকিল।

এসআইআর নিয়ে বাঁকুড়ার বড়জোড়া থেকে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর আক্রমণের লক্ষ্যে ছিল বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। আর এর মধ্যেই তিনি বলেন, নির্বাচন সামনে বলে তাড়াতাড়ি এসআইআর। তারপর তাঁর মুখে শোনা যায়, “জিতবে না কচু হবে। জিতবে না ঘেঁচু হবে”। আর তারপরই তাঁকে বলতে শোনা যায়, “যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞাস কর। বাংলা শব্দ। আগে বাংলা ভাষা শেখ।”
আর এখানেই প্রশ্ন আসে। আপনিও তো বাঙালি। আপনি কি জানেন ঘেঁচুর ইংরেজি কী? আচ্ছা, ইংরেজি না হয় বাদই দেওয়া গেল। ঘেঁচুর অর্থ কী জানেন? যে কোনও মানুষকে এই প্রশ্ন করুন, দেখবেন শতকরা ৯৯ জনের বেশি মানুষই ঘেঁচুর ইংরেজি জানে না। আন্দাজে অর্থ কেউ কেউ বলে দিলেও, ইংরেজি বলা বেশ মুশকিল।
বাংলা সংসদের অভিধান বলছে ঘেঁচু শব্দের অর্থ হল আজেবাজে শাকসবজি বা অখাদ্য বস্তু। আবার কোথাও বলা হচ্ছে কচুর সহচর ঘেঁচু। যদিও ইংরেজি ও বাংলা অনলাইন ডিকশেনারি বলছে ঘেঁচুর অর্থ হল সূক্ষ মূল বা কচু। ইংরেজিতে Exculent root বা arum।
আবার একই প্রশ্ন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনাইকে করা হলে, সে বলছে ‘ঘেঁচু হলো এক প্রকার বুনো কচু বা কন্দজাতীয় উদ্ভিদ’। এ ছাড়াও জেমিনাই বলছে ঘেঁচু নাকি ঘাটকোল নামেও পরিচত। যার বৈজ্ঞানিক নাম Typhonium trilobatum। ঘেঁচুর ইংরেজি প্রতিশব্দ হল Wild Arum, Wild Taro বা Bengal Arum।
তবে, আসল অর্থ যাই হোক না কেন, আমরা কিন্তু এই ঘেঁচুকে ব্যবহার করি কিছুটা নেতিবাচক অর্থে। কোনও কিছু পণ্ড হওয়া বোঝাতেও আমরা এই ঘেঁচু শব্দটা ব্যবহার করি। এ ছাড়াও ব্যঙ্গ করে বা কোনও অজ্ঞতা বোঝাতেও ঘেঁচু শব্দের ব্যবহার রয়েছে।
