Multi Level Car Parking: কলকাতায় প্রথম ছ’তলা পার্কিং জ়োন উদ্বোধনে উচ্ছ্বসিত মমতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 09, 2023 | 7:32 PM

Mamata Banerjee: নবান্ন, উত্তীর্ণ, সৌজন্যের পর এবার উদ্বোধন হল সম্পন্নর। কেন এই পার্কিং জোনের নাম সম্পন্ন রাখা হল? সেই কথাও এদিন শোনালেন মুখ্যমন্ত্রী।

Multi Level Car Parking: কলকাতায় প্রথম ছতলা পার্কিং জ়োন উদ্বোধনে উচ্ছ্বসিত মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: নবান্ন, উত্তীর্ণ, ধনধান্য, এবার সম্পন্ন। মাল্টি লেভেল (ছ’তলা) পার্কিং জ়োন তৈরির কাজ আগেই সম্পন্ন হয়েছে। সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমন পার্কিং ব্যবস্থা কলকাতায় এই প্রথম। আলিপুরে গড়ে ওঠা এই মাল্টি লেভেল কার পার্কিং (Multi Level Car Parking) ‘সম্পন্ন’-কে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে বাস থেকে শুরু করে গাড়ি সবই পার্ক করা যাবে। বাস পার্কিংয়ের জন্য লাগবে ২০ টাকা। গাড়ি পার্ক করতে দিতে হবে ৩৩০ টাকা এবং বাইকের জন্য দিতে হবে ৫৫ টাকা। এখানে থাকছে একটি ফুড কোর্টের ব্যবস্থাও। এই পার্কিংয়ের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বললেন, “এত বড় লেভেলের গাড়ি পার্কিং জোন। রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভেবেছিলাম কোথায় কী করা যায়। এইভাবেই তৈরি হয়েছিল ইকো টুরিজম পার্ক, ওয়াক্স মিউজ়িয়াম, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার।” নবান্ন, উত্তীর্ণ, সৌজন্যের পর এবার উদ্বোধন হল সম্পন্নর। কেন এই পার্কিং জোনের নাম সম্পন্ন রাখা হল? সেই কথাও এদিন শোনালেন মুখ্যমন্ত্রী।

একদিকে আলিপুর চিড়িয়াখানা। অন্যদিকে ধনধান্য স্টেডিয়াম। রয়েছে আলিপুর মিউজিয়াম এবং উত্তীর্ণও… এই চারটি জায়গা খুব সুষ্ঠুভাবে যুক্ত করা হয়েছে এই গাড়ি পার্কিংয়ের সঙ্গে। এদিন উদ্বোধনে এসে সেই কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশাল বড় ছয় তলা পার্কিং। এখানে একসঙ্গে প্রায় ৪০০ বাস ও গাড়ি পার্ক করা যাবে। এই পার্কিং উদ্বোধন হওয়ার ফলে রাস্তায় আর গাড়ি পার্ক করতে হবে না সাধারণ মানুষকে। কমবে যানজটের সমস্যাও। মুখ্যমন্ত্রী বললেন, “আগামী দিনে এই ছয়তলা কার পার্কিং লেয়ার আরও চারতলা বাড়বে।”

এর পাশাপাশি ধনধান্য স্টেডিয়াম নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। বললেন, “ধন্যধান্য স্টেডিয়ামের শঙ্খের মতো আকারটা আমার করে দেওয়া।” বঙ্গবাসীকে আরও একটি নতুন স্টেডিয়াম উপহার দেওয়ার আনন্দও প্রকাশ পেল মুখ্যমন্ত্রীর কথায়। এই ধনধান্য স্টেডিয়ামে দু’টি পৃথক গেট করার কথা। সেই গেট তৈরির কাজ কবে শেষ হবে, তা সেখানে উপস্থিত আধিকারিকদের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। পয়লা বৈশাখের আগে ধনধান্য স্টেডিয়াম যাতে উদ্বোধন করা যায়, সেই বিষয়টির দিকেও নজর রাখতে বলেন তিনি। আলিপুরকে আগামী দিনে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

Next Article